সাফ কাপকে সঙ্গী করে বিছানায় লাল-হলুদের এই মহিলা ফুটবলার

Sanjida Akhter lying on the bed with SAFF Trophy

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে (Nepal) ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (Bngaldesh)। সাফ মাহিলা চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Championship) শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের (Bangladesh) মহিলা ফুটবল (Womens Team) দল। যা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলদেশ এক নতুন অধ্যায় রচনা করেছে। আজ সকালে এই সাফ কাপকেই (SAFF Trophy) সঙ্গী করে ঘুম ভাঙল বাংলদেশের তথা ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের তারকা ফুটবলার সানজিদা আক্তারের (Sanjida Akhter)।

হায়দরাবাদকে হারিয়েই সমর্থকদের হাতে উপহার তুলে দিলেন কামিন্স

   

সানজিদা আক্তারের গত মরশুম থেকেই লাল-হলুদ জার্সি গায়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলতে মাঠে নেমেছিলেন ইস্টবেঙ্গল দলের হয়ে। তাই তাঁকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গলের ফ্যান্স গ্ৰুপ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছ বাংলদেশের এই ফুটবলার সাফ কাপকে সঙ্গী করে রেখেছে।

গতকাল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি হলেও দু’দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ৫২ মিনিটে মনিকা চাকমার অসাধারণ গোলে বাংলাদেশ এগিয়ে যায়। কিন্তু নেপালও পিছিয়ে ছিল না। মাত্র চার মিনিট পর আমিশা কার্কির গোলে তাঁরা সমতায় ফেরে। এরপর বাংলাদেশ লিড নিতে মরিয়া হয়ে ওঠে। সাবিনা খাতুন, তহুরা ও অন্যান্য খেলোয়াড়রা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না।

জয়ের হ্যাটট্রিক করেই বিরিয়ানির প্রসঙ্গ টেনে হায়দরাবাদকে কটাক্ষ বাগানের

এরই মধ্যে ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ঋতুপর্ণা চাকমার বাম প্রান্ত থেকে দেওয়া ক্রস নেপালের গোলকিপার আটকে দিতে ব্যর্থ হন, এবং বল জালে প্রবেশ করে। এরপর বাংলাদেশ তাঁদের এই লিড ধরে রাখতে সক্ষম হয়।

প্রতিপক্ষ নেজমেহ এসসি কোন অঙ্কে চ্যালেঞ্জ লিগে কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল চিন্তায় অস্কার

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকালী পুজোর দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
Next article৪৮০ টন পেঁয়াজ নিয়ে গুয়াহাটি পৌঁছল দ্বিতীয় ‘কান্দা এক্সপ্রেস’
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।