সাফ কাপকে সঙ্গী করে বিছানায় লাল-হলুদের এই মহিলা ফুটবলার

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে (Nepal) ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (Bngaldesh)। সাফ মাহিলা চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Championship) শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের…

Sanjida Akhter lying on the bed with SAFF Trophy

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে (Nepal) ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (Bngaldesh)। সাফ মাহিলা চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Championship) শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের (Bangladesh) মহিলা ফুটবল (Womens Team) দল। যা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলদেশ এক নতুন অধ্যায় রচনা করেছে। আজ সকালে এই সাফ কাপকেই (SAFF Trophy) সঙ্গী করে ঘুম ভাঙল বাংলদেশের তথা ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের তারকা ফুটবলার সানজিদা আক্তারের (Sanjida Akhter)।

হায়দরাবাদকে হারিয়েই সমর্থকদের হাতে উপহার তুলে দিলেন কামিন্স

   

সানজিদা আক্তারের গত মরশুম থেকেই লাল-হলুদ জার্সি গায়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলতে মাঠে নেমেছিলেন ইস্টবেঙ্গল দলের হয়ে। তাই তাঁকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গলের ফ্যান্স গ্ৰুপ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছ বাংলদেশের এই ফুটবলার সাফ কাপকে সঙ্গী করে রেখেছে।

গতকাল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি হলেও দু’দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ৫২ মিনিটে মনিকা চাকমার অসাধারণ গোলে বাংলাদেশ এগিয়ে যায়। কিন্তু নেপালও পিছিয়ে ছিল না। মাত্র চার মিনিট পর আমিশা কার্কির গোলে তাঁরা সমতায় ফেরে। এরপর বাংলাদেশ লিড নিতে মরিয়া হয়ে ওঠে। সাবিনা খাতুন, তহুরা ও অন্যান্য খেলোয়াড়রা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না।

জয়ের হ্যাটট্রিক করেই বিরিয়ানির প্রসঙ্গ টেনে হায়দরাবাদকে কটাক্ষ বাগানের

এরই মধ্যে ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ঋতুপর্ণা চাকমার বাম প্রান্ত থেকে দেওয়া ক্রস নেপালের গোলকিপার আটকে দিতে ব্যর্থ হন, এবং বল জালে প্রবেশ করে। এরপর বাংলাদেশ তাঁদের এই লিড ধরে রাখতে সক্ষম হয়।

প্রতিপক্ষ নেজমেহ এসসি কোন অঙ্কে চ্যালেঞ্জ লিগে কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল চিন্তায় অস্কার