আরও একবার মহামেডান বধ ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC )। আজ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের প্রোগ্রেশন ফেজে সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন কুশ ছেত্রী ও রোশাল। অন্যদিকে মহামেডানের হয়ে গোল করেন দলের ভরসাযোগ্য ফুটবলার উইলিয়াম। তবে শেষ রক্ষা হয়নি। আগামী ১৬ এপ্রিল নৈহাটিতে ফের মুখোমুখি হবে দুই প্রধান।
তবে সুপার কাপের জন্য অতুল, তুহিন ও হিমাংশুদের মতো একাধিক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও তার প্রভাব পড়েনি লাল-হলুদের পারফরম্যান্সে। আজ প্রথম থেকেই যথেষ্ট ঝাঁঝালো ভাবে আক্রমণ শানাতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। যারফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় আসে প্রথম সাফল্য। গোল করে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন কুশ ছেত্রী।
তার গোলেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইমামি ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয়ার্ধে মহামেডান পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করলে ও তা খুব একটা কাজে আসেনি। সুযোগ বুঝে গোলের ব্যবধান বাড়ান ইস্টবেঙ্গলের রোসেল। যারফলে ২-০ গোলে এগিয়ে থাকে মশাল ব্রিগেড।
তবে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান উইলিয়াম। যারফলে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। তারপর ও মহামেডান ফুটবলাররা বারংবার লাল-হলুদ দূর্গে আক্রমণ শানালে ও গোল মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে ১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল। আগামী ১৩ ই এপ্রিল বারাকপুর স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে মহামেডান স্পোটিং ক্লাবকে।