East Bengal FC : রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ব্ল্যাক প্যান্থার বধ বিনো জর্জের ছেলেদের

আরও একবার মহামেডান বধ ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC )। আজ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের প্রোগ্রেশন ফেজে সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব।

East Bengal FC vs Mohammedan Sporting match in Reliance Development League

আরও একবার মহামেডান বধ ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC )। আজ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের প্রোগ্রেশন ফেজে সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন কুশ ছেত্রী ও রোশাল। অন্যদিকে মহামেডানের হয়ে গোল করেন দলের ভরসাযোগ্য ফুটবলার উইলিয়াম। তবে শেষ রক্ষা হয়নি। আগামী ১৬  এপ্রিল নৈহাটিতে ফের মুখোমুখি হবে দুই প্রধান।

Advertisements

তবে সুপার কাপের জন্য অতুল, তুহিন ও হিমাংশুদের মতো একাধিক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও তার প্রভাব পড়েনি লাল-হলুদের পারফরম্যান্সে। আজ প্রথম থেকেই যথেষ্ট ঝাঁঝালো ভাবে আক্রমণ শানাতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। যারফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় আসে প্রথম সাফল্য। গোল করে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন কুশ ছেত্রী।

   

তার গোলেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইমামি ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয়ার্ধে মহামেডান পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করলে ও তা খুব একটা কাজে আসেনি। সুযোগ বুঝে গোলের ব্যবধান বাড়ান ইস্টবেঙ্গলের রোসেল। যারফলে ২-০ গোলে এগিয়ে থাকে মশাল ব্রিগেড।

তবে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান উইলিয়াম। যারফলে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। তারপর ও মহামেডান ফুটবলাররা বারংবার লাল-হলুদ দূর্গে আক্রমণ শানালে ও গোল মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে ১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল। আগামী ১৩ ই এপ্রিল বারাকপুর স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে মহামেডান স্পোটিং ক্লাবকে।