বেঙ্গালুরুর এই ২ ফুটবলার হতে পারে ইস্টবেঙ্গলের মাথা ব্যথার কারণ

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণ। আগামী ১৪ সেপ্টেম্বর ISL 2024-25 অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।…

EBFC vs BFC ISL

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণ। আগামী ১৪ সেপ্টেম্বর ISL 2024-25 অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। বেঙ্গালুরু এফসির স্কোয়াডে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছেন। দু’জন ফুটবলার ইতিমধ্যে রয়েছেন আলোচনার কেন্দ্রে।

   

Mohun Bagan SG: দিমির থেকে পিছিয়ে জেমি! মূল্য ১৩ কোটি

আইএসএল ২০২৩-২৪ মরশুমে বেঙ্গালুরু এফসির পারফরম্যান্স আশানুরূপ ছিল না। আবির্ভাবের পর ভারতীয় ফুটবলে দ্রুত সাফল্য অর্জন করেছিল বেঙ্গালুরু এফসি। আই লিগের পর ইন্ডিয়ান সুপার লিগের খেতাব এসেছে ক্লাবের ট্রফি ক্যাবিনেটে। বিগত কয়েক মরশুমের তুলনায় আইএসএল ২০২৩-২৪ বেঙ্গালুরু এফসির জন্য ছিল অপ্রত্যাশিত।

হৃত গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য এবার নতুন করে দল সাজিয়েছে বেঙ্গালুরু এফসি। স্কোয়াডে নামীদামী বিদেশি ফুটবলারদের পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ ভারতীয় ফুটবলার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে মগ্ন বিএফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আলাদা করে নজরে থাকবেন জর্জ পেরেইরা দিয়াজ ও রাহুল ভেকে।

২০২১-২২ মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দেওয়ার পর ভারতীয় ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেরেইরা দিয়াজ। মুম্বই সিটি এফসির হয়ে দু’টি মরশুম কাটানোর পরে, দিয়াজ ব্লুজদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। লিঙ্ক-আপ প্লে এবং বক্সের ভিতর ক্লিনিকাল ফিনিশিংয়ের জন্য পরিচিত আর্জেন্টাইন ফরোয়ার্ড লিগে ২৯ গোল এবং আটটি অ্যাসিস্ট করেছেন। ডুরান্ড কাপেও নজর কেড়েছিলেন।

মুম্বই ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের জন্য জোড়া সুখবর

রাহুল ভেকে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্লুজদের অন্যতম হাই-প্রোফাইল সাইনিং। ২০১৮-১৯ মরশুমে আইএসএল কাপ জেতা বেঙ্গালুরু এফসি-র অন্যতম সদস্য ছিলেন ভেকে। ফাইনাল ম্যাচের ১১৭ তম মিনিটে জয়সূচক গোলটি তিনিই করেছিলেন। রাহুলের গেম-রিডিং স্কিল, দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা সুবিদিত।