East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা কার্লেস কুয়াদ্রতকে ‘প্রফেসর’ নাম ডাকেন। অভিজ্ঞ স্প্যানিশ কোচকে অহেতুক এই নামে ডাকা হয় না। মরসুমের মাঝামাঝি সময়ে তাঁর রিক্রুট করা ফুটবলার…

east-bengal fans will remember Hijazi Maher for long

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা কার্লেস কুয়াদ্রতকে ‘প্রফেসর’ নাম ডাকেন। অভিজ্ঞ স্প্যানিশ কোচকে অহেতুক এই নামে ডাকা হয় না। মরসুমের মাঝামাঝি সময়ে তাঁর রিক্রুট করা ফুটবলার (Hijazi Maher) ভরসা জুগিয়েছেন মরসুমের বাকি অংশে।

Niall Goghavala: ভারতীয় অ্যাকাডেমির ফুটবলার যোগ দিচ্ছেন ব্ল্যাকবার্ন রোভার্স অ্যাকাডেমিতে

   

কথা হচ্ছে হিজাজি মাহের সম্পর্কে। ভারতে একটি দুর্দান্ত অভিষেক মরসুম কাটিয়েছেন তিনি। আইএসএল ২০২৩-২৪ মরসুমের মাঝামাঝি সময়ে তাঁকে জর্ডন থেকে রিক্রুট করে এনেছিলেন লাল হলুদ কোচ। জর্ডান এলসের পরিবর্তে ফুটবলার হিসেবে তাঁকে স্কোয়াডের সঙ্গে কোচ যুক্ত করেছিলেন।

Mohammedan SC: দিল্লি এফসির এই ফুটবলারের দিকে নজর দুই ক্লাবের

ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি নবম স্থান অর্জন করলেও হিজাজি মাহেরের অবদান খাটো করার মতো নয়। ২০২৪ কলিঙ্গ সুপার কাপে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুপার কাপ জিতে দীর্ঘ ১২ বছরে ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। জর্ডানের এই ডিফেন্ডার লাল হলুদ ব্রিগেডের ব্যাকলাইনকে মজবুত করতে সাহায্য করেছেন সমানে।

Mumbai City FC: মুম্বাই সিটির এই ফুটবলারকে দলে টানতে মরিয়া ওডিশা

পুরো মরসুম জুড়ে মাহের তাঁর ডিফেন্সিভ দক্ষতা প্রদর্শন করেছিলেন। ১৭ টি ইন্টারসেপশন, ৯৯ টি ক্লিয়ারেন্স এবং ২২ টি ব্লক রেকর্ড করেছেন তিনি নিজের নামে। দলের ছয়টি ক্লিন শিটের পিছনে অবদান রেখেছিলেন মাহের। একই সঙ্গে তিনি ১৫ টি ট্যাকল এবং ৭৪ টি ডুয়েল জিতেছিলেন। আগামী মরসুমেও হিজাজি মাহের ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।