শেষ হয়েছে এবারের ফুটবল মরশুম। এবারের এই সিজনের শুরু থেকেই সিংহভাগ টুর্নামেন্টে দাপট থেকেছে বাংলার দলগুলির। ডুরান্ড কাপ থেকে শুরু করে সুপার কাপ, আইলিগ কিংবা আইএসএল। তিন প্রধানের দাপট যথেষ্ট ব্যাপফুটে ঠেলে দিয়েছিল অন্যান্য দলগুলিকে। যা নিঃসন্দেহে বাড়তি উৎসাহ তৈরি করেছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। নতুন সিজনে সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সকলের। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। বলাবাহুল্য, এই সিজনে আইলিগ জয় করার সুবাদে নতুন সিজনে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।
Mumbai City FC: মুম্বাই সিটির এই ফুটবলারকে দলে টানতে মরিয়া ওডিশা
সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সাদা-কালো ব্রিগেড। এছাড়াও দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে ময়দানের বাকি দুই প্রধান। তবে নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে সকলকে চমকে দেওয়ার লক্ষ্য থাকবে রেড রোডের ফুটবল ক্লাবের। আইএসএলের পাশাপাশি আইলিগের বেশ কিছু ফুটবলারদের দিকে নাকি অনেক আগে থেকেই নজর রাখতে শুরু করেছিল মহামেডান ম্যানেজমেন্ট।
Transfer Rumours: তিরি যাবেন কেরালা ব্লাস্টার্সে? জানুন সম্ভাবনা কতটা
যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কোনো কিছু। শোনা গিয়েছে, আফ্রিকান ডিফেন্ডারকে সাইন করিয়ে চমক দিতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা। এছাড়াও আর্জেন্টাইন এক স্ট্রাইকারের দিকেও নাকি নজর রয়েছে এবারের আইলিগ জয়ী এই ক্লাবের।
Hailing from a family with three generations of footballers, Fahad Temuri hopes to make Delhi proud 🙌#HeroSantoshTrophy 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/qhnUWA4t13
— Indian Football Team (@IndianFootball) January 2, 2023
তবে সেখানেই শেষ নয়। ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু তরুণ প্রতিভাকে দলের শামিল করতে চায় তারা। সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে ফাহাদ তেমুরির নাম। এই আইলিগ মরশুমে দিল্লি এফসির হয়ে খেলেছেন বছর উনিশের এই ফুটবলার।
East Bengal: ইস্টবেঙ্গল প্লেয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ
নতুন মরশুমে নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে তাকে নাকি দলে আনার কথা ভাবছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও আইএসএলের প্রভাবশালী দল পাঞ্জাব এফসির তরফ থেকেও নাকি নজর রয়েছে এই তরুণ উইঙ্গারের দিকে। মনে করা হচ্ছে, তাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ভার্জেটিসের দল।