বাংলা ছেড়ে এবার মুম্বই পাড়ি দিচ্ছেন মধুমিতা সরকার। সম্প্রতি একটি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে মুম্বই দুটি কাজের জন্য যাচ্ছেন। একটি বড় পর্দার কাজ এবং একটি ওয়েব সিরিজ। তবে দুটি কাজ নিয়েই তিনি বিশেষ কিছু খোলসা করতে চাননি। তিনি আপাতত নিজের কাজে ফোকাস করতে চান বলে জানা গিয়েছে।
সম্প্রতি একটি নতুন হিন্দি ছবির জন্য নির্বাচিত হয়েছেন মধুমিতা। এই ছবির ওয়ার্কশপ ও ভাষা প্রশিক্ষণের জন্য চলতি মাসেই তিনি মুম্বই পাড়ি দিচ্ছেন। এছাড়াও সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, তাঁর কাছে একটি হিন্দি ওয়েব সিরিজ়ের প্রস্তাবও রয়েছে। অভিনেত্রী সংবাদমাধ্যকে বলেছেন‘‘প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছি। এ বার অডিশন দিতে হবে। নির্বাচিত না-ও হতে পারি। তাই এখনই বেশি কিছু বলতে চাইছি না।’’
মুম্বইয়ের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিকে আগামী দিনে ‘পাখির চোখ’ করতে চাইছেন মধুমিতা। ইতিমধ্যেই তিনি একটি তেলুগু ছবিতে অভিনয় করেছেন। জানালেন, একটি বড় বাজেটের তামিল ছবির জন্যও তাঁর কাছে প্রস্তাব এসেছে। আপাতত সামনের দিকে তাকাতে চাইছেন। মোটেও বাংলা ছাড়ার কথা ভাবছেন না। কাজে মন দিতে চান তিনি।