রাত গড়ালেই AFC প্রতিযোগিতার ম্যাচ (AFC Cup Match)। কলকাতায় মুখোমুখি হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট এবং ঢাকা আবাহনী। ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছে ওপার বাংলার ক্লাব। প্রিয় দলকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন আবাহনীর দুই সমর্থক। তাদের দাবি, ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরাও গলা ফাটাবেন বাংলাদেশের ক্লাবের জন্য।
কলকাতায় এসে পৌঁছেছে ঢাকা আবাহনী। দল আসার আগে বিমান বন্দরে এসেছে পৌঁছেছিলেন ক্লাবের দুই সমর্থক। কলকাতার সংবাদ মাধ্যমে তাদের ছবি এবং বক্তব্য ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। দুই সমর্থক নিজেদের ইস্টবেঙ্গল ক্লাবের ভক্ত বলেও দাবি করেছেন। সেই সঙ্গে তাদের বিশ্বাস, মোহন বাগান সুপার জায়ান্টকে সমর্থন না জানিয়ে লাল হলুদ সমর্থকদের অনেকেই ঢাকা আবাহনীর পাশে থাকবে। সেই সঙ্গে মোহন বাগান সুপার জায়ান্টের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে ভালো ফল করার ব্যাপারেও আত্মবিশ্বাসী দুই সমর্থক।
ইস্টবেঙ্গল সমর্থকরা বাংলাদেশের ক্লাবকে সমর্থন জানাতে পারেন, এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। এমনিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বলতে কলকাতার ফুটবল প্রেমী মানুষ এখনও ঘটি বনাম বাঙালের দ্বৈরথের কথা মনে করেন। ওপার বাংলার সমর্থকদের এহেন মন্তব্যের পর বাঙাল ঘটি দ্বন্দ্ব নতুন করে চাগার দিয়েছে। সত্যি কি ইস্টবেঙ্গল সমর্থকরা ঢাকা আবাহনীর জন্য গলা ফাটাবেন? উত্তর মিলবে মঙ্গলবার।
Two East Bengal fans went to the airport today to receive Dhaka Abahani Ltd. They claimed they are EB fans and they will support Abahani from the stands tomorrow.
They also said, many EB fans will join them in the stands tomorrow to support Abahani!
THE OBSESSION IS SCARY! 😭😭 pic.twitter.com/HkpOdE73fk
— Mohun Bagan Fan (@MohunBagan_Fan) August 21, 2023
তবে এটা ঠিক, দুই দলেই রয়েছেন একাধিক নামকরা ফুটবলার। মোহন বাগান সুপার জায়ান্টের বিদেশি ব্রিগেড যেমন হেভিওয়েট, তেমনই আবাহনীর ব্রিগেডও কোনো অংশে কম যাবে না। দুই দলের তারকারা গোলের মধ্যে রয়েছেন। গত ম্যাচে এসেছে বড় ব্যবধানে জয়। তাই যে যাকেই সাপোর্ট করুক না কেন, ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে সেটা আশা করাই যায়।