Mohun Bagan: চাপের মুখে ফ্লপ ইস্টবেঙ্গল, মোহনবাগান হিট

Mohun Bagan Emerges Strong

Advertisements

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের খেলা ট্রফি জেতার খিদে। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জিতল বাগান। পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বাইকে হারাতে পারলেই সবুজ মেরুন শিবিরে চলে আসবে লিগ শিল্ড।

ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই ক্লাব নেমেছিল মাস্ট উইন ম্যাচে। ইস্টবেঙ্গল এফসি পারেনি, হেরে গিয়েছে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ১-৪ গোলে পরাজিত। চাপের মুখে মোহনবাগান জিতল ৪-০ ব্যবধানে।

Advertisements

যে কোনো দলের খেলোয়াড়দের শরীরী ভাষা বলে দেয় অনেক কিছু। প্লে অফে যাওয়ার জন্য পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জিততেই হতো। খেলার প্রথম দিকে সেই উদ্যম নিয়েই মাঠে নেমেছিলেন লাল হলুদ শিবিরের ফুটবলাররা। বিরতির আগে পর্যন্ত লড়াই দিয়েছিল ক্লাব। তারপর ম্যাচ থেকে হারিয়েই গিয়েছিল কার্যত।

বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষকে দাঁত ফোঁটানোর সুযোগ দেয়নি মোহনবাহান। সবুজ মেরুন ডিফেন্স ভেদ করতে পারেনি বেঙ্গালুরু। ক্লিন শিট বাগানের। বিরতির পর তিনটি গোল। দশ মিনিটের একটা স্পেলে এসেছে তিন গোল। বিরতির আগে হয়েছিল আরও একটা। মোহনবাগানের পক্ষে ফলাফল ৪-০। লিগ শিল্ড জয়ের আরও কাছে চলে গেল ক্লাব। চাপের মুখে একটি দল হজম করল চার গোল। অন্য দল দিল সম সংখ্যক গোল।