East Bengal: পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত লাল-হলুদের দুই, চাপে থাকবে দল

কান্তিরাভার বদলা এবার যুবভারতীতে। রবিবার আইএসএল এর ভিডিও লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নির্ধারিত সময়…

Souvik Chakrabarti, goalkeeper, Prabhsukhan Singh Gill

কান্তিরাভার বদলা এবার যুবভারতীতে। রবিবার আইএসএল এর ভিডিও লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। যার দরুন ইন্ডিয়ান সুপার লিগের লড়াইয়ের এখনো টিকে থাকলেও দল।

বলাবাহুল্য, কেরালা ম্যাচ জয়ের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল মহেশরা। তাই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে দল। প্রথম থেকেই সুনীলদের চাপে ফেলতে তৎপর থেকেছে‌‌ সৌভিকরা। যার দরুণ ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই আসে প্রথম গোল। বল পায়ে গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। পরবর্তীতে জয়সূচক গোলটি করেন ক্লেটন সিলভা।

   

এই জয়ের ফলে যেমন খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। ঠিক তেমন ভাবেই চিন্তা থাকছে পরবর্তী ম্যাচ নিয়ে। আগামী ১০ই এপ্রিল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে জয় পেলে প্লে-অফের লড়াইয়ে নিজেদের মজবুত করতে পারবে কলকাতা ময়দানের এই প্রধান। তাই এই ম্যাচেও পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে মহেশদের।

তবে আগত এই ফুটবল ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম ভরসাযোগ্য তারকা তথা দলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল। আসলে চারটি হলুদ কার্ড থাকার দরুন এই ম্যাচে হয়তো মাঠে নামা হবে না এই ফুটবলারের।

তবে তিনি একা নন। কার্ড সমস্যার জন্য সেই ম্যাচে বাইরেই বসতে হতে পারে দলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দলের কাছে। তবুও নিজেদের সীমিত শক্তি নিয়েই লড়াই চালিয়ে জয় পেতে মরিয়া মশাল ব্রিগেড।