হাসপাতালে ভর্তি বসিরহাটের তৃণমূল প্রার্থী Haji Nurul Islam, কী হয়েছে তাঁর?

সামনেই লোকসভা নির্বাচন৷ সময় নষ্ট করার মতো এতটুকু সময় নেই রাজনৈতিক দলগুলির প্রার্থী-কর্মীদের কাছে৷ তাই জোরকদমে চলছে নির্বাচনী প্রচারের কাজ৷ কিন্তু এতকিছুর মাঝেই এবার অসুস্থ…

TMC Candidate Haji Nurul Islam

সামনেই লোকসভা নির্বাচন৷ সময় নষ্ট করার মতো এতটুকু সময় নেই রাজনৈতিক দলগুলির প্রার্থী-কর্মীদের কাছে৷ তাই জোরকদমে চলছে নির্বাচনী প্রচারের কাজ৷ কিন্তু এতকিছুর মাঝেই এবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷ তাই প্রচার কর্মসূচিতে কিছুদিনের জন্য হলেও যে বাধা পড়ল তা বলাই যায়৷

সূত্রের খবর, বৃহস্পতিবার বসিরহাটের টাকি পুরসভার টাকি সংস্কৃত মঞ্চে কর্মিসভা করেন তিনি। এরপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷

আরও পড়ুন: বসিরহাটে নুসরতকে সরিয়ে ভূমিপুত্রতেই ভরসা ঘাসফুলের

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে গিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে৷ জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে একটানা নির্বাচনী প্রচারের কারণে ডিহাইড্রেশন জনিত সমস্যা হয়ে গিয়েছিল তাঁর৷ ফলে বেশ কিছুদিন প্রচারের কাজ করতে পারেননি তিনি৷

যত ভোটের সময় এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে সকলের৷ তাই নাওয়া-খাওয়া ভুলে প্রার্থীরা মনোনিবেশ করেছে ভোট-প্রচারে৷ যার ফলে, অনিয়ম হচ্ছেই অনেকের৷ তারই ফলে অসুস্থ বোধও করছেন কেউ কেউ৷ তেমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র৷ কিন্তু বসিরহাটেকর তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷