East Bengal: ওডিশার বিপক্ষে মাঠে নামছে লাল-হলুদ, বিশেষ দায়িত্ব হিজাজির

আজ আইএসএলের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের মুখোমুখি হতে চলেছে সার্জিও লোবেবার ওডিশা এফসি (Odisha FC)। গত ম্যাচে ময়দানের আরেক প্রধান…

east-bengal fans will remember Hijazi Maher for long

আজ আইএসএলের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের মুখোমুখি হতে চলেছে সার্জিও লোবেবার ওডিশা এফসি (Odisha FC)। গত ম্যাচে ময়দানের আরেক প্রধান মোহনবাগানের বিপক্ষে ভালো খেলেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাই আজ পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে ওডিশা।

আরও পড়ুন:  Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

কিন্তু খাতায় কলমে মুর্তাজা ফলরা অনেকটা এগিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে খাটো করে দেখছেন না স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ড্র করে এসেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে হিজাজি মাহের সহ রক্ষনভাগের অন্যান্য ফুটবলারদের পারফরম্যান্সের দরুণ নিজেদের ঘরের মাঠেই ভোঁতা হয়ে যায় মুম্বাই সিটি এফসির আক্রমণভাগ। তবে ওডিশার বিপক্ষে যে এই ম্যাচ সহজ হবে না।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন? 

তাই সবদিক মাথায় রেখেই নিজেদের একাদশ সাজাতে চাইছেন কুয়াদ্রাত। এক্ষেত্রে তার অন্যতম অস্ত্র হতে চলেছেন দাপুটে বিদেশী হিজাজি মাহের। উল্লেখ্য, গত মুম্বাই ম্যাচে তার কাঁধে ভর করেই এক পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। তাই এই ম্যাচে ও তার উপরেই ভরসা রাখছেন কুয়াদ্রাত। তাই ম্যাচের আগে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন তিনি। যা থেকে পরিষ্কার যে, এই ম্যাচে ও লাল-হলুদ রক্ষনভাগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবছেন কোচ। এছাড়াও দলের অন্যান্য ডিফেন্ডারদের নিয়ে ও বিশেষ আলোচনায় বসেন লাল-হলুদের হেড কোচ। বলতে গেলে আজকের এই ম্যাচে মূলত এই ফুটবলারের দিকেই তাকিয়ে থাকবেন লাল-হলুদ সমর্থকরা।

Advertisements

আরও পড়ুন: পাকিস্তান সুপার লীগের সবথেকে দামী খেলোয়াড়ের বেতন স্টার্কের প্রতি বলের থেকেও কম 

চলতি ফুটবল মরশুমের শুরুতে অজি তারকা জর্ডন এলসের চোট আসার পর নয়া ডিফেন্ডার আনা নিয়ে প্রবল হইচই পড়ে যায় ম্যানেজমেন্টের মধ্যে। পরবর্তীতে জর্ডান থেকে হিজাজি মাহেরকে উড়িয়ে আনেন কার্লোস কুয়াদ্রাত। তার নির্বাচনের সুফল এখন পাচ্ছে এই প্রধান।