East Bengal: নিজেদের পুরোনো ফুটবলারকে ফেরাতে চায় ইস্টবেঙ্গল

Rahul Bheke
Mumbai FC Extends Contract with Star Footballer Rahul Bheke

ইন্ডিয়ান সুপার লিগে এই মরশুমে ও খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal)ফুটবল ক্লাব। শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ছন্দ হারাতে শুরু করে দল। বলতে গেলে প্রথম লেগের শেষে অনেকটাই তলানিতে থাকতে হয় তাদের। কিন্তু পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ জয় করার পর থেকে আত্মবিশ্বাস আসে দলের ফুটবলারদের মধ্যে।

সেই আত্মবিশ্বাস নিয়েই আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স থাকে লাল-হলুদের।‌ কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই ফের হোঁচট খাওয়া শুরু ক্লেটনদের। সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে তাদের।

   

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আইএসএলের প্লে-অফে নিজেদের টিকিয়ে রাখতে হলে আগত প্রত্যেকটি ম্যাচে জয় পেতে হবে কলকাতার এই প্রধানকে। আগামী মাসের শুরুতে তাদের লড়াই করতে হবে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে। তারপর তাদের লড়াই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি এবং নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে। এই ম্যাচ গুলিতে জয় পেলে বেশ খানিকটা এগিয়ে যাবে মশাল ব্রিগেড। এখন সেই দিকেই তাকিয়ে সকলে। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

বিদেশি ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু দেশীয় ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। যাদের মধ্যে উঠে এসেছে ভারতীয় তারকা রাহুল ভেকের নাম। উল্লেখ্য, একটা সময়ে লাল-হলুদ জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন রাহুল। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে বর্তমানে মুম্বাই সিটি এফসির রক্ষণভাগের দায়িত্বে রয়েছেন এই ফুটবলার। যে খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী নতুন মরশুমের জন্য নিজেদের পুরনো সৈনিককে নাকি ঘরে ফেরাতে চায় ইস্টবেঙ্গল। যদিও কোন কিছুই চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত। ‌

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন