East Bengal: মশালবাহিনীতে আসছে ভবিষ্যতের ‘মহেশ’?

নতুন মরসুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে যথারীতি শুরু হয়েছে জল্পনা। একাধিক ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের নাম যুক্ত করে জল্পনা-কল্পনা চলছে ফুটবল…

Ninthoinganba Meetei

নতুন মরসুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে যথারীতি শুরু হয়েছে জল্পনা। একাধিক ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের নাম যুক্ত করে জল্পনা-কল্পনা চলছে ফুটবল প্রেমীদের মধ্যে। এক তরুণ উইঙ্গারকে নিয়েও আলোচনা চলছে ময়দানে।

Ninthoinganba Meetei-কে নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়েছে পুরোদমে। নিনথৈ ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। ভারতীয় ফুটবলের উঠতি উইঙ্গগারদের মধ্যে তিনি অন্যতম।

   

নিনথৈ মিতেইয়ের বয়স এখন ২২। নাওরেম মহেশ যখন ইস্টবেঙ্গলের হয়ে খেলা শুরু করেছিলেন তাঁরও বয়স তখন কিছুটা এরকমই ছিল। এখন বয়স ২৫ বছর। লাল হলুদ জার্সি পরে নিজেকে প্রমাণ করেছিলেন। ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলার সুবাদে জায়গা পেয়ে গিয়েছিলেন ভারতের জাতীয় দলে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিয়মিত ফুটবলারদের মধ্যে মহেশ সিং নিজের জায়গা পাকা করেছেন।

যারা ভারতীয় ফুটবল ফলো করেন তাঁরা নিনথৈ মিতেইয়ের খেলার ধরণের সঙ্গে পরিচিত। মণিপুরি এই ফুটবলারের পায়ে যে স্কিল ও গতি রয়েছে সেটা এক কথায় সকলেই মানবেন। মহেশ, নিনথৈ দু’জনেই মণিপুরের ফুটবলার। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও পরে চেন্নাইয়িন এফসির হয়ে ধারাবাহিকভাবে খেলেছেন নিনথৈ। ইন্ডিয়ান সুপার লিগে রয়েছে গোল।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে নতুন মরসুমের জন্য তিনি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। নিনথৈ সত্যি লাল হলুদ শিবিরে যোগ দেন কি না সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটু।