নতুন সিজনের কথা মাথায় রেখে একের পর এক দাপুটে ফুটবলারকে চূড়ান্ত করে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।সময় এগোনোর সাথে সাথে দীর্ঘ হচ্ছে সেই তালিকা। আইএসএলের মাঝপথেই তারা নিশ্চিত করেছে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে। আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে ধরা দেবেন তিনি। এছাড়াও নিজেদের দলের একাধিক বিদেশি ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয় ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে। যাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের থেকে শুরু করে সাউল ক্রেসপো ও ক্লেটন সিলভার মতো ফুটবলার।
তবে শুধু বিদেশী ফুটবলারই নয়। দেশীয় প্রতিভার দিকে ও নজর রয়েছে ইস্টবেঙ্গলের লগ্নিকারীদের। সেইমতো তারা চূড়ান্ত করে ফেলেছে পড়শি ক্লাবের দাপুটে ফুটবলার ডেভিড লালাসাঙ্গাকে। এবারের ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগের মতো জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে ও অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই মিজো ফুটবলারের। নতুন মরশুমের জন্য অনেক আগে থেকেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল পড়শি ক্লাব। এখনো পর্যন্ত যা খবর, ইস্টবেঙ্গলে আশার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী এই তরুণ তারকা। এটি সত্যি হলে, আগামী মরশুমে দলের আক্রমণভাগ অনেকটাই মজবুত করে ফেলবে মশাল ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়। এবার দেশীয় উইঙ্গারের দিকে ও নজর রয়েছে এবারের সুপার কাপ চ্যাম্পিয়নদের।
এই তালিকায় এবার উঠে আসতে শুরু করেছে হায়দরাবাদ এফসির দাপুটে ফুটবলার মাকান ছোটের নাম। বলাবাহুল্য, আইএসএলের এই মরশুমে দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হলেও একক দক্ষতায় অনায়াসেই সকলের মন জিতে নিয়েছেন এই ফুটবলার। তবে গত কয়েক মরশুম ধরেই অর্থনৈতিক সমস্যায় ভুগছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে বারংবার উঠেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের নাম।
যারফলে, দল ছেড়েছেন একাধিক দাপুটে ফুটবলার। এই সিজনে দলের হয়ে খেললেও দীর্ঘ আটটি মাস বেতন পাননি এই ভারতীয় ডিফেন্ডার। বর্তমানে যা পরিস্থিতি তাতে খেলোয়াড় রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে হায়দরাবাদ এফসি। এই পরিস্থিতিতেই মাকানকে দলে টানতে আসরে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত আদৌ তিনি ইস্টবেঙ্গলে আসতে আগ্ৰহ প্রকাশ করেন কিনা এখন সেটাই দেখার। তবে এই তরুণের উপস্থিতি দলের আক্রমণভাগকে আরো অনেকটাই শক্তিশালী করে তুলবে।