Wall Mounted Air Cooler: একেবারে পকেট-ফ্রেন্ডলি! AC-র অর্ধেক দামেই ঘর হবে সুপার কুল

গরমে নাজেহাল অবস্থা আমার-আপনার, প্রত্যেকের৷ গ্রীষ্মের শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে ঠিক কী অপেক্ষা করছে৷ চলতি গরমে রাজস্থানকেও তাপমাত্রাতে টেক্কা…

Wall Mounted Air Cooler

গরমে নাজেহাল অবস্থা আমার-আপনার, প্রত্যেকের৷ গ্রীষ্মের শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে ঠিক কী অপেক্ষা করছে৷ চলতি গরমে রাজস্থানকেও তাপমাত্রাতে টেক্কা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ৷ শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও যেন আগুন জ্বলছে৷ কিন্তু এই চরম অবস্থাকে কিন্তু আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন৷ ভাবছেন উপায় শুধুমাত্র AC? নাহ, এসি নয়৷ ওয়াল মাউন্টেড এয়ার কুলার (Wall Mounted Air Cooler) কিন্তু এই গরমে আপনার বন্ধু হয়ে উঠতে পারে৷ কীভাবে? চলুন জেনে নেওয়া যাক৷

আরও পড়ুন: ফ্যানের চেয়েও ঠান্ডা হাওয়া পেতে আজই কিনুন টেবিল এসি

   

এসি কিনতে যেখানে অনেকটাই পকেট হালকা করতে হবে, সেখানে এই কুলার (Wall Mounted Air Cooler) কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি৷ মার্কেট রিসার্চ বলছে, এসি কিনতে যেখানে কমপক্ষে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়, সেখানেই ওয়াল মাউন্টেড এয়ার কুলারের দাম শুরু ১২০০০ টাকা থেকে।

আরও পড়ুন: AC-র মতো ঘর ঠাণ্ডা করবে এই Air Cooler, ডিসকাউন্টসহ ব্যাপক ছাড়

এছাড়া এসি যেভাবে চড়চড় করে ইলেকট্রিক বিল বাড়বে, তা অনেকটাই বাঁচিয়ে দেবে এই ওয়াল মাউন্টেড এয়ার কুলার৷ ভাবছেন ফ্ল্যাটে একটা এমন কুলার (Wall Mounted Air Cooler) রাখার জায়গা কোথায় পাবেন? তাহলে জেনে রাখুন, দেওয়ালে লাগানো যায় এমন কুলারও কিন্তু চলে এসেছে, যা স্প্লিট এসির মতোই দেওয়ালে লাগানো যাবে৷ একে নিয়ন্ত্রণও করা যায় এসির মতো রিমোট দিয়েই৷

আরও পড়ুন: Air Cooler: কুলার চালালে আঁশটে গন্ধ ছড়াচ্ছে! ব্যবহার করুন লেবুর রস এবং ভিনিগার

এক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য উল্লেখ না করলেই নয়, আর তা হল, অন্যান্য সাধারণ কুলারের মতো এই মাউন্টেড কুলারে (Wall Mounted Air Cooler) আলাদা করে জল ঢালার প্রয়োজন নেই। একটি পাইপের সাহায্যে বালতি থেকেই সোজা জল টানতে পারে এই কুলার। এতে একটি জলের ট্যাঙ্কও রয়েছে৷ কীনবেন নাকি এমন একটা বাজেট ফ্রেন্ডলি কুলার?