ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল East Bengal

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য দারুণ খবর। ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে ক্লাব। শনিবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল চুক্তি…

East Bengal Club's Women's Team posing for a photograph

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য দারুণ খবর। ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে ক্লাব। শনিবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল চুক্তি দীর্ঘায়িত করার এই খবর।

AFC U-17 Women’s Asian Cup Qualifiers প্রতিযোগিতায় ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে প্রচারের আলোকে চলে এসেছিলেন সুলাঞ্জনা রাউল। গত মাসে এই কীর্তি গড়েছিলেন তিনি। সুলাঞ্জনা গত মরসুমেও খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে, সব রকমের প্রতিযোগিতা মিলিয়ে লাল হলুদ জার্সিতে করেছিলেন ১৩ গোল। তিনি আগের থেকে আরও বেশি পরিণত। ভারতের হয়ে হ্যাটট্রিক করে বাড়িয়ে দিয়েছেন প্রত্যাশা। আশা করা হচ্ছে গত মরসুমের তুলনায় নতুন মরসুমে ক্লাবের হয়ে করবেন আরও বেশি গোল।

   

ভারতের হয়ে হ্যাটট্রিক করা ম্যাচ
AFC U-17 Women’s Asian Cup Qualifiers পর্বের শুরুটা খুব একটা ভালো যাচ্ছিল না ভারতের জন্য। ইরানের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে যেনতেন প্রকারে ঘুরে দাঁড়াতে মরীয়া ছিল ভারত। ম্যাচের শুরু থেকে বেছে নেওয়া হয়েছিল আক্রমণে যাওয়ার পথ। সব সুযোগের সদ্ব্যবহার করলে সুলাঞ্জনা অনেক আগেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। Sibani Devi, Shilji Shaji, Lalita Boypai দের সাহায্যে ইরানের রক্ষণে চাপ বাড়িয়েছিলেন সুলাঞ্জনা। ম্যাচের ৮৮ মিনিটে সম্পন্ন করেছিলেন হ্যাটট্রিক।