East Bengal : ইস্টবেঙ্গল-ইনভেস্টর সম্পর্ক স্পষ্ট হতে বড়জোর দিন পনেরো

ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি (Emami) কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে কথাবার্তা আশাপ্রদ বলে জানা গিয়েছে। দল গঠনের ব্যাপারে হয়তো আরও জোর দেবে…

ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি (Emami) কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে কথাবার্তা আশাপ্রদ বলে জানা গিয়েছে। দল গঠনের ব্যাপারে হয়তো আরও জোর দেবে ক্লাব। যদিও সই পর্ব এখনও বাকি রয়েছে।

২৯ মে, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে ইস্টবেঙ্গল এবং ইমামি একসঙ্গে পথ চলা শুরু করেছিল। এরপর ২ জুন, বুধবার আলোচনায় বসেছিল ক্লাব এবং কোম্পানির প্রতিনিধিরা। জানা গিয়েছে যে দুই পক্ষের চারজন করে প্রতিনিধি আলোচনায় ছিলেন। বৈঠক ইতিবাচক বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার।

   

তিনি বলেছেন, আলোচনা ইতিবাচক হয়েছে। কাগজে সই, অংশীদারিত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী পনেরো দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেবব্রতর কথায়, “খুব তাড়াতাড়ি আমার আবার বৈঠকে বসবো।”

ক্লাব এবং কোম্পানির পথ চলা শুরু হলেও সমর্থকদের মধ্যে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। গত কয়েক মরশুমে দল প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি। কোনওরকমে স্কোয়াড গড়া হয়েছিল। ৯ তারিখে ট্রান্সফার উইন্ডো খোলার কথা রয়েছে। তার আগে ইস্টবেঙ্গল কর্তারা নিজেদের কতোটা তৈরি করে রাখতে পারেন সে দিকে তাকিয়ে লাল হলুদ জনতা।