বুধবার বৈঠক হয়েছিল ক্লাবে। দুই পক্ষই খুশি। ইস্টবেঙ্গল, ইমামি (East Bengal Emami) দুই তরফ সমঝোতায় আসতে পেরেছে বলে জানা যাচ্ছে। শীঘ্রই নতুন পথ চলা শুরু হতে পারে।
এদিন খসড়া চুক্তি নিয়ে ক্লাব এবং কোম্পানির মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষ নিজের দাবিদাওয়া নিয়ে কথা বলেছে। বেশিরভাগ বিষয়েই এক মত হওয়া গিয়েছে বলে খবর। দুই পক্ষের মিলিত কথা মতো এবার নতুন একটা কাগজ তৈরি করা হবে। আইনজ্ঞরা বিষয়টি দেখছেন।
দুই তরফের বোঝাপড়ার মধ্যে দিয়ে তৈরি হওয়া সেই নতুন কাগজটিতে সিলমোহর পড়লেই আপাতত স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন ইস্টবেঙ্গল সমর্থকরা। একবার সই হয়ে গেলে দল গঠন সম্পর্কিত সমস্যাও দ্রুত মিটে যেতে পারে।
অনেকে মনে করছেন আসন্ন রথযাত্রার দিনে ক্লাবের তরফে ভালো খবর দেওয়া হতে পারে। ওই দিন নতুন পথ চলা শুরু করতে পারে মশাল বাহিনী। রথ যাত্রার দিন থেকে ইমামি এবং ইস্টবেঙ্গলের নতুন পথ চলা শুরু হতে পারে।