East Bengal: ডেভলপমেন্ট লিগে আরব সাগরতীরের মাঠে মুম্বইকে হারাল ইস্টবেঙ্গল

East Bengal-Mumbai City FC

গত ম্যাচে রিলায়েন্স ইয়াং চ্যাম্পসের কাছে পরাজিত হওয়ার পর আজ ফের জয়ের সরনীতে ফিরল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ রিলায়েন্স কর্তৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্বে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC ) মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে দুটি গোল করেন যথাক্রমে হিমাংশু জ্যাংড়া ও রূপম দাস।

Advertisements

আগের ম্যাচে ২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে তিনটি গোল খেয়ে ম্যাচ মাঠেই ফেলে আসে ইস্টবেঙ্গল। যা দেখে হতাশ ছিল সকলেই। তবে আজ মুম্বাইয়ের ঘরের মাঠে দুই উইং থেকে আক্রমণ শানানোর পাশাপাশি রক্ষনভাগে ও জোর দেয় লাল-হলুদ শিবির। সেখান থেকেই আসে সাফল্য।

   

ম্যাচের প্রথমার্ধে উভয় দলের ফুটবলাররা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সকলেই। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে বাড়তি আক্রমনাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। যারফলে, ম্যাচের ঠিক ৫৯ মিনিটের মাথায় মুম্বাই রক্ষন ভেদ করে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন হিমাংশু।

যারফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। সেই গোল শোধ করার জন্য মুম্বাই ফুটবলাররা বারংবার উঠে আসলেও বারবার লাল-হলুদ রক্ষনের সামনে আটকে যেতে হয় তাদের। এরপর ম্যাচের অতিরিক্ত সময় প্রায় ৯৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন রূপম। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে নেয় ইমামি ইস্টবেঙ্গল শিবির। এই নিয়ে দ্বিতীয় জয় তুলে নিল বিনো জর্জের ছেলেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements