East Bengal: কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারে ইস্টবেঙ্গল

আইএসএল ২০২৩-২৪ মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গলে (East Bengal) এসেছিলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ক্লাবটিতে তার প্রথম মরসুমের শুরুটা দারুণ হয়েছে। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে…

East Bengal Head Coach Carles Cuadrat

আইএসএল ২০২৩-২৪ মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গলে (East Bengal) এসেছিলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ক্লাবটিতে তার প্রথম মরসুমের শুরুটা দারুণ হয়েছে। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। কোচ কুয়াদ্রাতকে ধরে রাখতে চুক্তির আরও মেয়াদ বাড়াতে পারে ইস্টবেঙ্গল।

কলকাতা ডার্বির আগে আগামী মরশুমের জন্য দু’জন নতুন ফুটবলারকে সই করানোর কথা আগেই বলছিলেন কোচ। এই ঘোষণা থেকে আঁচ করা যায় লাল হলুদ ম্যানেজমেন্ট কোচের উপর খুশি এবং পাশে রয়েছে। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার একাডেমিতে অনুশীলন করা ভিক্টর ভাসকেজকে এরই মধ্যে দলে নিয়েছে ক্লাব। সিনিয়র দলের অফ-ডে থাকলেও ভাসকেজ জুনিয়র দলে যোগ দেন ট্রেনিং সেশন শুরু করার জন্য।

ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ডুরান্ড কাপের ফাইনালে দলকে তুলতে সাহায্য করেন কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ড কাপ টুর্নামেন্টে ফাইনালের আগের কলকাতা ডার্বি জিতেছিল লাল হলুদ ব্রিগেড। কলিঙ্গ সুপার কাপে মোহন বাগান সুপার জায়ান্টকে আরও একবার হারিয়েছিল তারা। নতুন কোচের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল নিজেদের গুছিয়ে নিতে পেরেছে।

তারা কলিঙ্গ সুপার কাপের শিরোপাও জিতেছে। ১২ বছরের দীর্ঘ ট্রফি খরা করিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইন্ডিয়ান সুপার লীগেও ভালো কিছু করার আভাস দিয়েছে ইস্টবেঙ্গল।