Mohun Bagan: চিংলেসানা সিংয়ের বিকল্প খুঁজছে সবুজ-মেরুন, কে আসবে দলে?

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা যথেষ্ট ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে হারিয়ে অভিযান শুরু করায়…

Chinglensana Singh

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা যথেষ্ট ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে হারিয়ে অভিযান শুরু করায় যথেষ্ট খুশি হয়েছিল দলের সমর্থকরা। কিন্তু বছরের শেষটা খুব একটা ভালো যায়নি মেরিনার্সদের। আইএসএলের ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে এর বিপক্ষে কোনরকমে মান বাঁচলেও পরবর্তীতে হোঁচট খেয়ে বসে মোহনবাগান।

এরপর মুম্বাই সিটি এফসি ও মানালো মার্কেজের এফসি গোয়ার পাশাপাশি ইভান ভুকমানোভিচের কেরালা ব্লাস্টার্সের কাছে কার্যত মুগ্ধ থুবড়ে পড়তে হয় মোহনবাগানকে। যা দেখে কার্যত হতাশ সকলেই। নিজেদের ঘরের মাঠে একের পর এক বড় ব্যবধানে হার কিছুতেই মেনে নিতে পারছেন না দলের সমর্থকরা। পরিসংখ্যান বলছে, আইএসএল এর ইতিহাসে এ বছরই হয়তো প্রথমবারা টানা তিন ম্যাচ পরাজিত হয়েছে মোহনবাগান।

দলেরই পারফরম্যান্স দেখে অনেকেই স্থির করে নিয়েছেন যে আগামী ফুটবল মরশুমে হয়তো আর কোচের পদে থাকা হবে না স্প্যানিশ তারকা হুয়ান ফেরেন্দোর। অনেকের মতে আবারো হয়তো দলের চালকের আসনে বসবেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি ক্লাবের তরফ থেকে। এবারেরই আইএসএল মরশুমের পাশাপাশি সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান। আগত সুপার কাপের পারফরম্যান্স দেখেই হয়তো ভাগ্য নির্ধারিত হবে ফেরেন্দোর। তবে তার আগে নিজেদের সমস্ত ভুলভ্রান্তি গুলো শুধরে নেওয়ার জন্য এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো কে কাজে লাগাতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। উল্লেখ্য, মরশুমের শুরুতে আনোয়ার আলী থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ ও আনিরুদ্ধ উত্থাপার মত ফুটবলারদের দলে টানলেও বর্তমানে চটাঘাতের পাশাপাশি কার্ড সমস্যা একেবারে জেরবার মোহনবাগান।

বিশেষ করে এবার যেন দলের রক্ষণভাগ চিন্তা বাড়াচ্ছে সকলের। গত তিন ম্যাচের পারফরমেন্সের দিকে তাকালে বোঝা যায় একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে মোহনবাগানের ডিফেন্স। শুভাশিস বসু থেকে শুরু করে আশিস রাই বিদেশী তারকাদের মধ্যে থেকে হেক্টর ইৎসের মতো ফুটবলার দলে থাকলেও কিছুতেই যেন জমাট বাধছে না রক্ষণভাগ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসির দাপুটে ডিফেন্ডার চিংলেসানা সিংকে দলে টানার কথা ভাবছিল মোহনবাগান।

তবে বর্তমানে তাকে নেওয়ার জন্য আসরে নেমে পড়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। কথাবার্তা ও নাকি অনেকদূর এগিয়ে গেছে তাদের। তাই সবদিক বিচার বিবেচনা করি বিকল্প খুঁজে রাখতে চাইছে পালতোলা নৌকা ব্রিগেড। যতদূর খবর, এক্ষেত্রে নাকি এফসি গোয়ার পাশাপাশি জামশেদপুর এফসি এবং কেরালার দিকে বিশেষ নজর চালাচ্ছে ম্যানেজমেন্ট। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।