Stephen stand sumit: এখনও পাসিতেই বাজি রাখছেন কনস্টানটাইন

সুমিত পাসির (sumit pasi) বিরুদ্ধে খারাপ খেলার কথার অভিযোগ উঠলেও, ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine) এখনও তার উপর থেকে আস্থা হারাচ্ছেন না। মুম্বই সিটি…

east bengal may interest in Sumeet Passi

short-samachar

সুমিত পাসির (sumit pasi) বিরুদ্ধে খারাপ খেলার কথার অভিযোগ উঠলেও, ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine) এখনও তার উপর থেকে আস্থা হারাচ্ছেন না। মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ডুরান্ড কাপের ম‍্যাচে খেলতে নামার আগে লাল হলুদের ব্রিটিশ কোচ যে সকল ফুটবলার’দের নিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে সুমিত পাসির নাম আছে।

   

সুমিত’কে “লর্ড পাসি” নামে সম্বোধন করেন স্টিফেন।বলেন লর্ড পাসি তিনটি ভিন্ন পজিশনে খেলতে সাবলীল।প্রথম ম‍্যাচে এটা দেখেছে,এছাড়া অভস্ত‍্য নয় এমন পজিশনে খেলানো হয়েছিল অঙ্কিত’দের।

একাধিক পজিশনে খেলতে দেখা গেছে সুমিত’কে। কিন্তু দল তার কাছ থেকে সৃষ্টিশীল ফুটবল খেলার প্রত‍্যাশা করেছিলেন, সেটা খেলতে পারেননি তিনি ।উল্টে তার করা একমাত্র আত্মঘাতী গোলে ডার্বি হেরেছিলো ইস্টবেঙ্গল।নিজের জালে বল জড়ালেও এখনও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি তিনি।তবুও এখনও তার উপ‍র আস্থা হারাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।