Durand Cup: ১০ জনের মহামেডানকে পেয়েও হারাতে পারল না রয় কৃষ্ণরা

চলতি ডুরান্ড কাপের (Durand Cup) ১৩১ তম সংস্করণে গ্রুপ ‘এ’তে অপরাজিত মহামেডান স্পোটিং ক্লাব(MSC) টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট পকেটে পুরে আগেই নক আউটে চলে…

mohammedan SC vs BFC

চলতি ডুরান্ড কাপের (Durand Cup) ১৩১ তম সংস্করণে গ্রুপ ‘এ’তে অপরাজিত মহামেডান স্পোটিং ক্লাব(MSC) টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট পকেটে পুরে আগেই নক আউটে চলে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার সাদা কালো শিবির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি’র (BFC)।

বিদেশী নির্ভর ফুটবলার বেঙ্গালুরুর বিরুদ্ধে আন্দ্রে চেরনশিভের ছেলেরা পরীক্ষায় কত নম্বর পায় তাকিয়ে ছিল সাদা কালো জনতা থেকে শুরু করে ক্লাব কর্তারা। শুরুটা ছন্দ বজায় রেখে করেছিল মহামেডান। ১৪ মিনিটে প্রীতম সিং’র গোলে লিড নেয় কলকাতা জায়ান্টরা। ম্যাচের ৪০ মিনিটে বেঙ্গালুরু এফসি’র (BFC) সুনীল ছেত্রী দলকে গোলের সমতায় ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ পায়,আনমার্ক ছেত্রী বল পায়ে পেয়ে শট নিলেও তা টার্গেট মিস করে।

প্রথমার্ধে তিন মিনিট অতিরিক্ত সময়েও BFC গোল শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে প্রবীর দাসের ডান পায়ের ফুটার মহামেডান গোলকিপার মাওইয়া দুরন্ত সেভ করে।৬৩ মিনিটে মহামেডানের অভিষেক আম্বেকর দলের হয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি BFC গোলকিপার লারা কোনও মতে তা প্রতিহত করে।

৩ মিনিটে খেলায় টুইস্ট আসে, যখন মহামেডান স্পোটিং ক্লাবের অভিষেক হালদার দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফেলে। দ্বিতীয় বার হলুদ কার্ডের গুতোয় ফুটবল নিয়মে তা লাল কার্ড হিসেবে বিবেচিত হওয়ায় অভিষেক মাঠ ছাড়লে মহামেডান ১০ জন হয়ে পড়ে।৭৬ মিনিটে পরাগের থ্রো ইন থেকে বেঙ্গালুরু গোলের সুযোগ পায়,লিওন অগাস্টিনের কাছে একটা সূক্ষ সুযোগ এসেছিল,কিন্তু মহামেডান গোলকিপার মাওইয়া সজাগ এবং সঠিক পজিশনে থাকায় বেঙ্গালুরু গোল পায়নি।

৮৬ মিনিটে শিব শক্তি মহামেডানের গোলপোস্টের থেকে ক্লোজ রেঞ্জার থেকে শট নিলেও তা সাইড নেটে গিয়ে লাগে। ৮৯ মিনিটে অসামান্য ফুটবল MSC’র অভিষেক আম্বেকরের। একক দক্ষতায় বল পায়ে দৌড়ে নিখুঁত ক্রস ডেলিভার করেছিলেন থাপাকে লক্ষ্য করে, কিন্তু থাপার হেডারটি বেঙ্গালুরুর গোলকিপার লারা দুরন্তভাবে রক্ষা করে। ৯১ মিনিটে বেঙ্গালুরু এফসি ম্যাচে গোলের সমতায় ফিরে আসে।শিব শক্তির ক্লোজ রেঞ্জ শট থেকে গোল। শেষ মুহুর্তে ১-১ গোলের স্কোরলাইন।

ম্যাচের শেষ মুহুর্তে এই গোল নিয়ে সাদা কালো শিবিরের সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে উত্তেজিত হয়ে রাগে নিজেদের দলের হোডিংগুলো ছিঁড়ে ফেলে।

গ্রুপ ‘এ’ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র’র কারণে দুদল পয়েন্ট ভাগ করে নিলেও মহামেডান স্পোটিং’র নক আউটের পথে কোনও বাধা নেই। অপরাজিত তকমা নিয়েই ব্ল্যাক প্যাহ্নর্সরা কোয়াটার ফাইনালে ম্যাচ খেলবে প্রতিপক্ষের বিরুদ্ধে।