JDU: জেডিইউতে বিরাট ভাঙন ধরিয়ে বিজেপিতে ৫ বিধায়ক

সম্প্রতি বিজেপির (BJP) সঙ্গে সঙ্গ ছেড়ে বিহারে মহাজোটের সরকার গড়েছেন নীতিশ কুমার৷ যা ইতিমধ্যেই শাসক শিবিরে আলোড়ন ফেলে দিয়েছে। এবার জেডিইউ (JDU) ভেঙে ৫ বিধায়করা…

BJP fielded candidates for 16 Rajya Sabha seats, see list

সম্প্রতি বিজেপির (BJP) সঙ্গে সঙ্গ ছেড়ে বিহারে মহাজোটের সরকার গড়েছেন নীতিশ কুমার৷ যা ইতিমধ্যেই শাসক শিবিরে আলোড়ন ফেলে দিয়েছে। এবার জেডিইউ (JDU) ভেঙে ৫ বিধায়করা যোগ দিলেন বিজেপিতে৷ বিহারে সরকার গঠনের মণিপুরের এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে।

এদিন মণিপুর বিধানসভার সচিব কে মেঘজিৎ সিং জানিয়েছেন, স্পিকার যেন জেডিইউয়ের বিধায়করা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যান৷ কারণ, নিয়ম অনুযায়ী দুই তৃতীয়াংশ বিধায়করা যোগদান করেছেন৷ তাই এই দাবি গ্রহণ করা হচ্ছে। মণিপুরের ৩৮ টি বিধানসভার মধ্যে ৬ টি আসন পেয়েছিল জেডিইউ৷ পরে দুই জন বিজেপি থেকে জেডিইউতে যোগদান করে৷ এখন আবার শাসক শিবিরের সঙ্গে পাঁচ বিধায়ক৷ ফলে বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৷

উল্লেখ্য, বিজেপির সঙ্গে গত কয়েক বছর ধরে সম্পর্কের টালবাহানা চলছিল৷ বিধানসভা নির্বাচনে জেডিইউয়ের কম আসনের কারণে একাধিক টিপ্পনী শুনতে হয়েছিল শরিক দল বিজেপির কাছ থেকে৷ পরে বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে মহাজোটের হাত ধরে সরকার গঠন করেছেন নীতিশ৷

বিহারের সরকার বদল জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। ২৪ এর নির্বাচনে মোদি বিরোধী অন্যতম বিরোধী মুখ নীতিশ কুমারকে নিয়ে আলোচনা হয় রাজনৈতিক। কারণ, একাধিক রাজ্যে সরকার ভেঙে সরকার গঠনের কর্মকাণ্ড বিজেপির ছিল। এখন বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে এখন নীতিশের নতুন সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন শিবিরে। এরই মধ্যে জেডিইউ শিবিরে ভাঙন আগামী দিনে প্রভাব ফেলবে? প্রশ্ন রাজনৈতিক মহলে৷