ফুটবলারদের ফিটনেসের দিকে বাড়তি নজর দিচ্ছেন অস্কার

চলতি সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে ছন্দে ফিরেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা…

East Bengal Coach Oscar Bruzon Remains Optimistic Before Crucial Clash with Bashundhara Kings, East Bengal jersey color is red yellow

short-samachar

চলতি সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে ছন্দে ফিরেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির কাছে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। সেই ধারা বজায় রেখেই তৃতীয় ম্যাচ জয়। যেখানে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নাজমেহ এফসিকে রুখে দেয় মশাল ব্রিগেড।

   

Also Read | অনুশীলনে ফিরলেন বাগানের দুই তারকা, খেলবেন ওডিশা ম্যাচ?

সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর লাল-হলুদ জনতা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে আগে হাতে রয়েছে বেশ কয়েক মাস। হাইফোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলার আগে ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের ছন্দ ফেরানোই একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজনের (Oscar Bruzon) ছেলেরা। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন আনোয়ার আলি থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। এএফসির ধারা বজায় রেখেই দেশের প্রথম ডিভিশন লিগে জয় সরণিতে আশাই অন্যতম লক্ষ্য সকলের।

Also Read | মালয়েশিয়া ম্যাচের আগে ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন মানোলো

তবে এক্ষেত্রে দলের সকল ফুটবলারদের ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে দেখা যায় অস্কার ব্রুজনকে (Oscar Bruzon) । বলাবাহুল্য, গত কয়েক সিজন ধরেই লাল-হলুদ ফুটবলারদের ফিটনেস নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন চিহ্ন। যার প্রভাব ও পড়েছে প্রতিটি ক্ষেত্রে একাধিক ফুটবল ম্যাচে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে আনতে পারেনি মশাল ব্রিগেড। যারফলে নেমে আসতে হয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে। সেই নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার ও প্রায় একই পরিস্থিতি।

Also Read | ডার্বি ঘিরে উত্তাল কলকাতা, কবে থেকে পাওয়া যাবে ইস্ট-মেডানের অফলাইন টিকিট?

প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের জামানায় এই সিজনে আইএসএলে টানা তিনটি ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। পাশাপাশি ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল হোক কিংবা এসিএল টায়ার টুয়ের যোগ্যতা অর্জনকারী ম্যাচ। প্রত্যেক ক্ষেত্রেই ফুটবলারদের ফিটনেস যথেষ্ট সমস্যায় ফেলেছিল দলকে। সেই কথা মাথায় রেখেই নয়া ফিটনেস কোচকে সঙ্গে নিয়ে দলকে ম্যাচ ফিট করতে জোরকদমে নেমে পড়েছেন অস্কার ব্রুজন‌‌‌। যার প্রভাব হয়তো দেখা যাবে আগামী ম্যাচগুলিতে।

Also Read | ভারতীয় ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ দিমিত্রি পেত্রাতোস, কী বললেন?

এছাড়াও সকলকে স্বস্তি দিয়ে মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এবং স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোকে। যতদূর খবর, আসন্ন মহামেডান ম্যাচে প্রথম একাদশে প্রায় নিশ্চিত এই দুই তারকা।