East Bengal Coach: মুম্বই ম্যাচ নিয়ে এবার যথেষ্ট চিন্তায় লাল-হলুদ কোচ

ডার্বি ড্র করে আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি ইস্টবেঙ্গলের (East Bengal)। টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল নর্থইস্ট ইউনাইটেডের কাছে বড়…

Carles Cuadrat

ডার্বি ড্র করে আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি ইস্টবেঙ্গলের (East Bengal)। টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল নর্থইস্ট ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে এই প্রধানকে। যা নিয়ে খুব একটা খুশি নয় দলের সমর্থকরা। আসলে এই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে আসতে পারতো ইস্টবেঙ্গল।

কিন্তু তা হয়নি। পয়েন্ট নষ্ট করার আফসোস রয়েছে সকলের। প্রথম দিকেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল দলকে। পরবর্তীতে দলের দুই বিদেশি ফুটবলারদের নামিয়ে ব্যবধান কমানো সম্ভব হলেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি তাদের।

   

এবার তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে কলকাতার এই দল। এবার তাদের মুখোমুখি হতে হবে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। এই ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা নিজেও ভালোমতো জানেন কুয়াদ্রাত। তাই প্রতিপক্ষ দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক এমনটাই কথা শোনা যায় লাল-হলুদ কোচের তরফ থেকে।

এই স্প্যানিশ কোচের কথায়, মুম্বাই দলে একাধিক বিদেশি ফুটবলার রয়েছেন। তারা যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। সেই সাথে বেশ কিছু ভারতীয় ফুটবলার রয়েছেন যারা দলের জয়ের জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

এই ম্যাচে খুব একটা সহজ হবে না আমাদের কাছে। পাশাপাশি স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো প্রসঙ্গে ও মুখ খোলেন তিনি। বর্তমানে স্পেনে ফিরে গেছেন দলের এই দাপুটে ফুটবলার। সে কথা স্বীকারও করেন কুয়াদ্রাত। যারফলে আগামী বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না স্প্যানিশ মিডফিল্ডারকে। তবে খুব দ্রুতই ফিরে আসতে পারেন ক্রেসপো।