East Bengal : জামশেদপুর বধে এবার অভিনব পরিকল্পনা কুয়াদ্রাতের 

Cleiton Silva Carles Cuadrat

মুম্বাই ম্যাচে হোঁচট কাটিয়ে গতকাল অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ম্যাচের ফলাফল থেকেছে ১-০ গোল। দলের হয়ে একটিমাত্র গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। বলা যায়, তার হাত ধরেই এবারের এই দ্বিতীয় লেগে জয়ে ফিরেছে কলকাতা ময়দানের এই প্রধান। অন্যদিকে, এবারের এই মরশুমে নিজের সাত নম্বর গোল করে ফেলেছেন ক্লেটন। তবে এই জয়ে গা ভাসাতে নারাজ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।‌ আগামী ২২ তারিখ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির (East Bengal vs Jamshedpur FC) মুখোমুখি হতে হবে মশাল ষৌব্রিগেডকে। তবে এই লড়াই যে খুব একটা সহজ হবে না তা কিন্তু বলাই চলে। 

তাছাড়া এবারের আইএসএল টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী অধিকাংশ ম্যাচই জিততে হবে লাল-হলুদ ব্রিগেডকে। তবে ফুটবলারদের চোটের পাশাপাশি কার্ড সমস্যা যথেষ্ট চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টের অন্দরে। এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই প্রত্যেকটি ম্যাচ খেলতে হচ্ছে ক্লেটনদের।

   

দলের দুই নতুন বিদেশি ভিক্টর ভাসকুয়েজ ও কোস্টারিকান তারকা ফেলিসিও ব্রাউন ফোবর্স আসলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মানিয়ে নিতে পারেনি তারা। তাই এক্ষেত্রে মাঝমাঠ থেকে ফরোয়ার্ড পর্যন্ত কিছুটা হলেও সাপ্লাই লাইনের ঘাটতি থাকছে ইস্টবেঙ্গলের। এছাড়াও চোটের কারণে এখনো দেশ থেকে ফেরেননি সাউল ক্রেসপো।‌

তাই এক্ষেত্রে অন্যান্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গলের হেডস্যার। সেজন্য হায়দরাবাদে ম্যাচ জিতেই দর্শনের সোজা জামশেদপুর উড়ে গিয়েছেন কুয়াদ্রাত। আগামী ২২ তারিখ তাদের খেলতে হবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে।‌ সেই ম্যাচেই সম্ভবত যোগ দিতে পারেন আলেকজান্ডার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন