East Bengal : বিরতির আগে খেলতেই পারিনি: কুয়াদ্রাত

চেন্নাইন এফসিকে (East Bengal vs Chennaiyin FC) হারিয়ে জয়ের সরণীতে ফিরে এসেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। দল পুরো পয়েন্ট পেলেও খেলায় খুব একটা খুশি হতে…

east bengal

চেন্নাইন এফসিকে (East Bengal vs Chennaiyin FC) হারিয়ে জয়ের সরণীতে ফিরে এসেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। দল পুরো পয়েন্ট পেলেও খেলায় খুব একটা খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। কোনও রাখঢাক না রেখে তিনি জানিয়েছেন, বিরতির আগে পর্যন্ত তাঁর দল ভালো করে খেলতেই পারেনি।

ম্যাচের পর কার্লেস কুয়াদ্রাতের মতে, “বিরতির আগে আমরা খেলতেই পারিনি। কিন্তু বিরতির পর আমরা ভালো করে খেলতে পেরেছি।” এরপর ইস্টবেঙ্গলের কোচ বলেছেন, “প্রথমার্ধে চেন্নাইনের গোল পাওয়া উচিৎ ছিল। ওরা যথেষ্ট ভাল দল।”

প্রথমার্ধে দলের পারফরম্যান্স নিয়ে ইস্টবেঙ্গল কোচ খুশি না হলেও ছেলেদের কোনওভাবে দোষারোপ করছেন না তিনি। কারণ, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর লাল হলুদ স্কোয়াডে অনেক বদল এসেছে। প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন একাধিক নতুন ফুটবলার। তাই সেট হতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন কার্লেস কুয়াদ্রাত।

“দলের সব খেলোয়াড়কে নিয়েই আমি খুশি। মরশুমের মাঝখানে দলে একাধিক পরিবর্তন হয়েছে। নতুন ছেলেদের আমাদের সঙ্গে মানিয়ে নিতে, আমাদের বুঝতে একটু সময় তো দিতেই হবে”, একই সঙ্গে লাল হলুদ কোচ জানিয়েছেন, “তবু ওরা সব কিছু উজাড় করে দিচ্ছে। আমি যা চাইছি, তা-ই দিচ্ছে। ওদের কাছে এটা একটা বড় সুযোগ। ভবিষ্যতের জন্য এই সুযোগ ওরা কাজে লাগাতে পারে কি না দেখা যাক।”