Carles Cuadrat: ইস্টবেঙ্গল কোচের মুখে তিন ভারতীয়র নাম

Carles Cuadrat, the newly appointed coach of East Bengal.

চলতি ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রত (East Bengal Coach Carles Cuadrat)। হায়দরাবাদ এফসি ম্যাচে আরও ভালো ফলাফলের ব্যাপারে তিনি আশাবাদী। প্রথম ম্যাচে গোল করার একাধিক সুযোগ হাতছাড়া করলেও দলের খেলায় তিনি সন্তুষ্ট। সাক্ষাৎকারে নাম নিয়েছেন তিন ভারতীয় ফুটবলারের।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচ বলেছেন, “আমরা যে রকম খেলছি, তাতে আমি খুশি। মন্দার, মহেশ, নন্দ-রা দু দিক থেকে বল নিয়ে উঠছে, ক্রস দিচ্ছে, আমরা প্রচুর সুযোগও তৈরি করছি, সেই জন্য। আইএসএলে সব প্রতিপক্ষই কঠিন। কিন্তু আমরা কাল জেতার প্রস্তুতি নিয়েই মাঠে নামব।”

   

জামশেদপুর এফসির বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। একাধিক গোল মিস করার জন্য লাল হলুদ সমর্থকদের একাংশ হতাশা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তবে অভিজ্ঞ কোচ গোলের ব্যাপারে আশাবাদী। বলেছেন, “গোল না এলে কী হবে, গোলের সুযোগ তো তৈরি হচ্ছে। গোলও আসবে… কিছু ম্যাচে ফরোয়ার্ডরা অনেক গোল করে, কিছু ম্যাচে আবার গোল পায়ই না। বিশ্বের সব ফরোয়ার্ডদের ক্ষেত্রেই এটা হয়।”

লীগের প্রথম ম্যাচের পারফরম্যান্সের নিরিখে সন্তুষ্ট হলেও কোচ জানেন যে দলের খেলায় এখনও উন্নতির অবকাশ করেছেন। দল পুরো নব্বই মিনিট সমানভাবে খেলতে পারেনি, সে কথা মাথায় রেখে তিনি বলেছেন, “আমরা গত ম্যাচের ভিডিও দেখেছি। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট আমরা দুর্দান্ত খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি করেছি… সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। যেটা সত্যিই আমরা পারছি না। তবে গোলের প্রচুর সুযোগ তৈরি করতে পারাটা অবশ্যই ইতিবাচক ব্যাপার।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন