East Bengal Coach: পাঞ্জাবের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী কুয়াদ্রাত, কী বলছেন?

কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। এরফলে প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে দল। আগত পাঞ্জাব ম্যাচ…

East Bengal Coach Carles Cuadrat

কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। এরফলে প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে দল। আগত পাঞ্জাব ম্যাচ ও জয় পেতে হবে তাদের। সেক্ষেত্রে ২৭ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে নিজেদের ধরে রাখতে পারবে এই প্রধান।

অন্যদিকে, আইএসএলের লড়াইয়ে আগেই ছিটকে গিয়েছে পাঞ্জাব। সেজন্য তাদের কাছে নিয়ম রক্ষার ম্যাচ এটি। তবে পুরো পয়েন্ট নিয়েই নিজেদের অভিযান শেষ করার পরিকল্পনা থাকবে তালালদের। তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ইমামি ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত।

ঘন্টাকয়েক আগেই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, প্লে অফের লড়াইয়ে আমাদের টিকে থাকতে হলে শেষ তিনটে ম্যাচে আমাদের জয় পেতেই হবে। গত কয়েকদিনে দুইটি ম্যাচে জয় এসে গেছে। এবার সেই ফর্ম ধরে রেখেই পাঞ্জাবকে হারিয়ে ছেলেরা তিন পয়েন্ট নিশ্চিত করতে চায়। এটিকে ফাইনাল ম্যাচ ধরেই খেলতে নামবে সকলে। তবে দলের ফুটবলারদের নিয়ে আশাবাদী হলেও প্রতিপক্ষ দলকে নিয়ে বেশ কিছুটা সাবধানী ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।

পাঞ্জাব প্রসঙ্গে তিনি বলেন, ওরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকবে। তবে আমাদের তিন পয়েন্ট ঘরে তোলায় অন্যতম লক্ষ্য। ‌ গত দুই ম্যাচের জয় যথেষ্ট আত্মবিশ্বাস বাড়াবে ছেলেদের।‌

উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচের সঙ্গে উপস্থিত থাকে দেখা যায় জুনিয়র দলের ফুটবলার মহিতোষ রায়কে। গত কয়েকদিন আগেই জুনিয়র থেকে সিনিয়র দলে প্রমোট করা হয়েছে তাকে। পরবর্তীতে অনুশীলনে তার সক্রিয়তা দেখে আইএসএলে রেজিস্ট্রেশন করিয়ে নেয় ম্যানেজমেন্ট। যতদূর খবর, এবারের পাঞ্জাব ম্যাচে দলের জার্সিতে মাঠে নামতে পারেন এই তারকা।‌