East Bengal: হারের হ্যাট্রিকের ‘জেরে’ খেলোয়াড়দের ছুটি বাতিল কুয়াদ্রাতের

গতবারের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal)। সেইমতো এই নয়া মরশুমে জামশেদপুর এফসির বিপক্ষে দাপুটে ফুটবল দিয়ে নিজেদের অভিযান…

Carles Cuadrat, the newly appointed coach of East Bengal.

গতবারের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal)। সেইমতো এই নয়া মরশুমে জামশেদপুর এফসির বিপক্ষে দাপুটে ফুটবল দিয়ে নিজেদের অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। তবে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে জয় আসলেও তা পরবর্তীতে আর ধরে রাখা সম্ভব হয়নি।

তৃতীয় ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয় লাল-হলুদ। এক্ষেত্রে সুনীল ছেত্রীর বিতর্কিত পেনাল্টির পাশাপাশি রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয় মশাল ব্রিগেডকে। তবে পরের দুই ম্যাচ অর্থাৎ এফসি গোয়া থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স, উভয় ক্ষেত্রেই গোলের সহজ সুযোগ নষ্টের দরুন পয়েন্ট হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের।

যা দেখে হতাশ সকলেই। আসলে বছরের পর বছর যায় দলের কোচ থেকে শুরু করে ফুটবলার ও বদলায় তবে পরিস্থিতি সেই আগের মতোই থেকে যায়। গত বছর ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন যেখানে শেষ করেছিলেন যেন সেইখানেই এখনো থেকে গিয়েছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের তত্ত্বাবধানে মরশুম শুরুতে ডুরান্ড কাপের মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা মিললেও আইএসএলে দলের ম্যাচ এগোনোর সাথে সাথে সেই আশা ক্রমশ ক্ষীন হয়ে উঠেছে। যা দেখে কার্যত ধৈর্য্যের বাঁধ ভাঙছে দলের সমর্থকদের। বলতে গেলে নিয়মিত পরাজিত হওয়া যেন অভ্যাসে পরিনত হয়েছে কলকাতার এই প্রধানের। একের পর এক ম্যাচে গোলের সহজ সুযোগ আসলেও তা হাতছাড়া করতে ক্রমশ সিদ্ধ হয়ে উঠেছে দলের ফুটবলাররা।

এই গোটা পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি এবার নয়া সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। আগামীকাল ম্যাচের পরেই সাময়িক বিরতি রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের। যারফলে, স্বাভাবিকভাবেই ছুটি পেতে চলেছে দলের সকল ফুটবলাররা। এবার তাতেই বাঁধ সেধেছেন কুয়াদ্রাত। যতদূর জানা গিয়েছে, শেষ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর নাকি দলের সকল ফুটবলারদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ কোচ। যা নিঃসন্দেহে বড়সড় পদক্ষেপ দলের ক্ষেত্রে। আসলে এই সময় দল নিয়ে আরও বেশকিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে চান কোচ।