Bino George: পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচ জিতেও খুশি নন ইস্টবেঙ্গল কোচ

পুলিশ এসির (Police AC) মুখোমুখি হয়েছিল লাল-হলুদের (East Bengal) জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের নিরিখে সেই ম্যাচ জিতে নেয় বিনো জর্জের (Bino George) ছেলেরা।

East Bengal Coach Bino George

আজ, সোমবার প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে পুলিশ এসির (Police AC) মুখোমুখি হয়েছিল লাল-হলুদের (East Bengal) জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের নিরিখে সেই ম্যাচ জিতে নেয় বিনো জর্জের (Bino George) ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে অভিষেক কুঞ্জম ও পিভি বিষ্ণু। গত ডুরান্ড ম্যাচের পর আজকের এই ম্যাচে জয় পেয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা।

তবে অধিনায়ক শুভেন্দু মান্ডির অনুপস্থিতি সমর্থকদের জন্য কিছুটা হতাশাজনক হলেও আজ অতুল উন্নিকৃষ্ণনের নেতৃত্বে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে। আজ শুরু থেকেই ছোটো পাস খেলতে খেলতে নিজেদের আক্রমণের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ ফুটবলাররা। তাই ম্যাচের ঠিক ১২ মিনিটের মাথায় অভিষেক কুঞ্জমের করা গোল থেকে এগিয়ে যায় কলকাতা এই প্রধান। পরবর্তীকালে একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি লাল-হলুদ ফুটবলারদের পক্ষে। তাই প্রথমার্ধের পর ১ গোলেই এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

তবে দ্বিতীয়ার্ধের ঠিক তিন মিনিটের মাথাতেই দলকে সমতায় আনেন পুলিশ এসির জগমিত। যারফলে, স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তারপর থেকে পুলিশ দল বারবার আক্রমণে উঠে আসলেও লাল-হলুদের জমাটবাঁধানো ডিফেন্স ভেঙে বল জালে জড়ানো আর সম্ভব হয়নি তাদের পক্ষে। অন্যদিকে, ইস্টবেঙ্গল দলের তরফ থেকে ও আক্রমণ করা হলেও ফিনিশ করা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। তবে ম্যাচের ঠিক ৮৮ মিনিটের মাথায় গোল করে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। পরবর্তীতে সেই ফলাফলই চূড়ান্ত থাকে ম্যাচের শেষে। এবার পরবর্তী ম্যাচে এরিয়ান ক্লাবের মুখোমুখি হবে বিনো জর্জের ছেলেরা।

তবে আজকের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশিনন জুনিয়র দলের কোচ বিনো জর্জ। ম্যাচের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের পারফরম্যান্স নিয়ে আমি একেবারেই খুশি না। আমি ঠিক বুঝলাম না আজ ছেলেরা মাঠে ঠিক কতটা প্রভাব দেখাতে পারল। তবে যাইহোক আমরা তিনটে পয়েন্ট পেয়েছি। বিশেষ কারনে আমি গত কয়েকদিন আমি দলের সঙ্গে থাকতে পারিনি। হয়ত সেই কারনেই কিছু সমস্যা দেখা দিয়েছে। বিপক্ষে দলের ফুটবলাররা খুব একটা খারাপ ছিল না।

তবে ওরা যথেষ্ট রক্ষনাত্মক ভাবে খেলেছে। তবে আমাদের কাছে গোল করার অনেক সুযোগ ছিল। কিন্তু তা চূড়ান্ত করা সম্ভব হয়নি। যা কিছুটা হলেও হতাশাজনক। তবে আমি আজ দলের সকল ফুটবলারদের বলেছি অনুশীলন শেষে সিনিয়র দলের ফুটবলারদের অনুশীলন দেখতে। যাতে আগামী দিনে খুব সহজেই তারা সিনিয়র দলে খেলার সুযোগ করে নিতে পারে। তবে আজ আমাদের ছেলেরা আরও ভালো খেলতে পারত।