আবার একটা হার। শনিবার আইএসএলের (ISL 2024) চতুর্থ ম্যাচে জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম থেকে মাঠ জুড়ে দাপিয়ে খেললেও গোলের মুখ খুলতে পারলেন না লাল-হলুদ ফুটবলাররা। মাঝে পেনাল্টি থেকে গোলের সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেননি সাউল ক্রেসপো। নাহলে অনায়াসেই ম্যাচে ফেরার সুযোগ থাকতো ক্লেটন সিলভাদের কাছে। পরবর্তীতে আরও জোড়ালো আক্রমণ করলেও গোলে বল রাখতে গিয়ে কালঘাম ছুঁটছে ইস্টবেঙ্গলের (East Bengal)। যা নিঃসন্দেহে হতাশ করেছে লাল-হলুদ সমর্থকদের।
আর কবে জয় পাবে ইস্টবেঙ্গল (East Bengal)? এখন এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সমর্থকরা। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে দলের যে পরাজয় দেখা দিয়েছিল তা অব্যাহত রয়েছে এখনও। মাঝে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করে ও আসেনি জয়। বর্তমানে টুর্নামেন্ট যাই হোক লড়াই করাই যেন চূড়ান্ত সাফল্য হয়ে উঠেছে ময়দানের এই প্রধানের কাছে। গত গোয়া ম্যাচের পর দলের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। এই পরিস্থিতিতে অন্তবর্তীকালীন কোচ তথা বিনো জর্জের (Bino George) তত্ত্বাবধানে লড়াই করছে ইস্টবেঙ্গল (East Bengal)।
গত কয়েক ম্যাচের তুলনায় এদিন দলের ফুটবলারদের যথেষ্ট চনমনে লাগলেও শেষ হাসি হেসেছে জামশেদপুর। যারফলে চার ম্যাচ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে খালিদ জামিলের জামশেদপুর। অন্যদিকে এখনও পর্যন্ত খাতা খুলতে না পারায় টেবিলে সবার থেকে নিচে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবুও দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী বিনো জর্জ (Bino George)। দল এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখলেও টুর্নামেন্টের সুপার সিক্সে যাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
Full-time#JFCEBFC pic.twitter.com/1AbWVqBCt5
— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2024
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনো (Bino George) বলেন, “আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সাফল্য না আসলেও আমি আমাদের দলের ফুটবলারদের লড়াকু মানসিকতায় যথেষ্ট খুশি। গোল না আসলেও আজ আমরা একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেটা গোলে কনভার্ট হয়নি। আগামী ম্যাচের দিকেই এখন আমাদের নজর রয়েছে। বর্তমানে দলের জয়ে ফেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে পয়েন্ট সংগ্রহ করা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এদিন সেটা হয়নি।”
তিনি আরও বলেন, ” আগামী ম্যাচের আগে যথেষ্ট সময় রয়েছে। তাঁর মধ্যেই নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার পরিকল্পনা থাকবে। আমরা পিছিয়ে রয়েছি ঠিকই তবে টপ সিক্সে যাওয়ার জন্য আমাদের লড়াই থাকবে।”