East Bengal: জেসিন টিকে’কে নিয়ে ইস্টবেঙ্গলের টুইট পোস্ট ভাইরাল

Jesin TK

সন্তোষ ট্রফিতে কেরালার হয়ে সর্বোচ্চ স্কোরার জেসিন টিকে শনিবার ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দলের জন্য সই পর্ব সেরেছে, তা ইমামি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট থেকে জানা গিয়েছে।

Advertisements

শনিবার ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্ট করে জানিয়েছে,”এবং এখানে তিনি!
𝗝𝗲𝘀𝗶𝗻 𝗧𝗞 আমাদের রিজার্ভ দলের ফরোয়ার্ড লাইনে যোগ করতে ডটেড লাইনে স্বাক্ষর করেছে!
আমাগো লাল-হলুদ আইলো জেসিন!
#JoyEastBengal #EmamiEastBengal “জেসিন একজন স্ট্রাইকার স্বভাবতই, এই মালাবিয়ান স্ট্রাইকারের কাছ থেকে দল ভালো সার্ভিস পাবে এবং প্রতিপক্ষের জালে প্রচুর বল জড়াবে এমনটাই প্রত্যাশা করছে লাল হলুদ জনতা।

Advertisements

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর কলকাতা লিগের সুপার সিক্স পর্বে লাল হলুদ শিবিরের খেলা খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে,দুপুর ২.৩০ মিনিটে।

একই দিনে ইমামি ইস্টবেঙ্গল দলের ২৫ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে। খবর এমনটাই যে সুপার সিক্সে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল খেলবে এবং লাল হলুদ সিনিয়র দল প্রস্তুতি ম্যাচ খেলবে। এই প্রস্তুতি ম্যাচ হবে রাজারহাটে AIFF’র নব নির্মিত গ্রাউণ্ডে।