East Bengal Club : উত্তরবঙ্গ থেকে উঠতি ফুটবলার বাছাই করবেন দুই প্রাক্তন ফুটবলার

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal Club) ক্লাব। কল্যাণী, নৈহাটি কিংবা কেরালার মাঠের পর এবার উত্তরবঙ্গের (North Bengal)…

East Bengal

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal Club) ক্লাব। কল্যাণী, নৈহাটি কিংবা কেরালার মাঠের পর এবার উত্তরবঙ্গের (North Bengal) মাঠের দিকেও নজর রাখবে লাল হলুদ শিবির। উত্তরে যাচ্ছেন দুই প্রাক্তন ফুটবলার।

উত্তর বঙ্গে হতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। অনূর্ধ্ব ১৬, ১৭ এবং ১৮ ফুটবলারদের দেখে নেওয়া হবে সেখানে। যাদের খেলা প্রাক্তনী ফুটবলারদের ভালো লাগবে তাদের নাম লেখা থাকবে আলাদা করে।

আরও পড়ুন: ISL : গ্রেগ স্টুয়ার্টের জন্য ইস্ট-মোহন দুই দলই কোমড় বেঁধেছে

Advertisements

চলতি মাসের পাঁচ দিন, পাঁচটি মাঠে এই শিবির চলবে বলে জানা গিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবেন ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বসু।

দেখে নিন উত্তরবঙ্গে কবে, কোথায় ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনী শিবির থাকবে:-

  • ১১ মে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম।
  • ১২ মে, জলপাইগুড়ি টাউন ক্লাব গ্রাউন্ড।
  • ১৪ মে, গতিবাড়ি ফুটবল গ্রাউন্ড, আলিপুরদুয়ার।
  • ১৫ মে, হিমালয়ান অ্যাকাডেমি গ্রাউন্ড, রাজগঞ্জ।
  • ১৬ মে, রঙ্গামাটি স্নিলিং গ্রাউন্ড, জলপাইগুড়ি।