East Bengal Club : এটিকে মোহন বাগানকে মোটা ট্রান্সফার ফি দিতে হতে পারে ইস্টবেঙ্গলকে

pronay Halder

প্রণয় হালদারকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। তার জন্য এটিকে মোহন বাগানকে দিতে হতে পারে মোটা অংকের ট্রান্সফার ফি। আগামী দিনে ইস্টবেঙ্গলের দল গঠন এখন ফুটবল প্রেমীদের আলোচনার এক বিষয়।

Advertisements

ভারতীয় ক্লাব ফুটবল ও দেশের হয়ে বহু ম্যাচ খেলেছেন প্রণয় হালদার। কলকাতা মাঠের পরিচিত মুখ। মোহনবাগানের পর খেলেছেন এটিকে এবং এটিকে মোহন বাগান। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি পরে তিনি মাঠে নামেননি।

সই এখনও বাকি। তবে দল গঠনের কাজ ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কিছুটা আগে এগিয়ে রেখেছিলেন। বেশিরভাগই কম অভিজ্ঞ খেলোয়াড়। কয়েকজন তারকা ফুটবলাররাও রয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগ খেলা কয়েকজন ফুটবলারকে রাজি করিয়েছে ক্লাব। ভালো ফল করার জন্য স্কোয়াড হতে হবে আরও মজবুত।

Advertisements

গত মরসুমে এটিকে মোহন বাগান থেকে লোনে জামশেদপুর ফুটবল ক্লাবে খেলেছিলেন প্রণয় হালদার। শিল্ড জিতেছিলেন ইস্পাত নগীরর ক্লাবের হয়ে। সামনের মরসুমে এবার তাঁকে পাকাপাকিভাবে দলে চাইছে ইস্টবেঙ্গল, এমনটাই সূত্রের খবর। তার জন্য সবুজ মেরুন ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হতে পর ইস্টবেঙ্গলকে।