East Bengal: আগামী শনিবার দল গঠন নিয়ে বৈঠক লাল-হলুদ শিবিরে

East Bengal Club is set to hold a meeting on Saturday to discuss the formation of a new team. The club is looking to build a strong squad for the upcoming season and is expected to make some key decisions during the meeting. Stay updated with the latest news and developments from the East Bengal Club.

East Bengal football club players celebrating a goal

আইএসএলে নিজেদের প্রথম বছর থেকে শুরু করে এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে নেই লাল-হলুদ শিবির (East Bengal)। সময়ের সাথে সাথে কোচ-খেলোয়াড় উভয়েই বদল আসলেও বদলায়নি দলের পারফরম্যান্স। শুরুর দিকে পরিস্থিতি কিছুটা ঠিক থাকলেও হতশ্রী পারফরম্যান্স করা যেন স্বভাবে পরিনত হয়েছে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের।

এবারের আইএসএলে ও সেই একই ছবি। যা দেখতে দেখতে ক্রমশ ধৈর্য হারাতে শুরু করেছে সমর্থকরা। এবার ও দল গঠন নিয়ে ইনভেস্টরের দিকেই আঙুল তুলেছে ক্লাব কতৃপক্ষ। এই সমস্যার সমাধানের জন্য আগে থেকেই আজ ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছিল লগ্নিকারী সংস্থা। সেইমতো আজ প্রায় আড়াই ঘন্টা ধরে বিশেষ বৈঠক চলে উভয় পক্ষের মধ্যে।

   

সেখানে এবারের দল গঠনের পাশাপাশি কোচ নিয়োগ ও বাজেট বৃদ্ধির মতো বিষয় তুলে ধরা হয়। যা নিয়ে কিছুটা মতবিরোধ দেখা দেয় ক্লাব ও ইনভেস্টরের মধ্যে। শেষ পর্যন্ত অবস্থার সামাল দেন ক্লাব সভাপতি প্রনব দাসগুপ্ত। পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে এই মতানৈক্যের ইঙ্গিত দেন ইমামি ডিরেক্টর আদিত্য আগরওয়াল। শেষ পর্যন্ত জানা গিয়েছে, আগামী শনিবার ফের একবার ইনভেস্টরদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে ক্লাব কর্তারা।

আগামী মরশুমে দল গঠনের বিষয়টি নিয়ে সেইদিনই আলোচনা হবে। উল্লেখ্য, দিনকয়েক আগেই ইমামি ডিরেক্টরদের কাছে একঝাঁক তারকা ফুটবলারদের পাশাপাশি কোচদের নাম ও পাঠিয়ে ছিল ক্লাব। এবার সেই উইশ লিস্ট ধরেই আগামী মরশুমের জন্য দল সাজাতে চায় ইমামি ইস্টবেঙ্গল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন