East Bengal: লোবেরাকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কর্তারা, শহরে আসছেন স্প্যানিশ কোচ?

বর্তমানে সার্জিও লোবেরাকে (Sergio Lobera) নিয়ে তোলপাড় গোটা কলকাতা ময়দান। একটা সময় তার লাল-হলুদ (East Bengal) শিবিরে আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা।

Sergio Lobera, a Spanish football coach, potentially joining East Bengal Club

বর্তমানে সার্জিও লোবেরাকে (Sergio Lobera) নিয়ে তোলপাড় গোটা কলকাতা ময়দান। একটা সময় তার লাল-হলুদ (East Bengal) শিবিরে আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা। আসলে দিন কয়েক আগেই তার এজেন্ট সূত্রে জানা গিয়েছিল, ইমামি ইস্টবেঙ্গল আসার জন্য মৌখিক সম্মতি দিয়েছেন লোবেরা।

যারফলে, তখন থেকেই নতুন করে আশায় বুক বেঁধেছে আপামর লাল-হলুদ সমর্থকরা। কিন্তু গতকাল থেকেই তৈরি হয় নয়া বিতর্ক। আসলে একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে নেট মাধ্যমে জানানো হয়, লোবেরা কে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে আসরে নেমেছে ওডিশা এফসি। তার সাথে কথাবার্তা ও অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ওই ক্লাব। তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল জনতার মধ্যে।

উল্লেখ্য, লোবেরার সঙ্গে ওডিশা যোগাযোগের বিষয়টি খুব একটা মিথ্যা নয়। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, গত বছরের শেষের দিক থেকেই নাকি এই স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল জোসেফ গাম্বাউয়ের এই পুরোনো ক্লাব। তবে সেই সময় নাকি তা বেশিদূর এগোয়নি। তবে গত কয়েকদিন ধরে ফের উঠে আসছে লোবেরার সঙ্গে তাদের কথাবার্তার বিষয়। যারফলে, অনেকেই মনে করছেন কলকাতার বদলে হয়ত অন্য শহরের পথেই পা বাড়াবেন আইএসএলের এই সফল কোচ।

তবে যতদূর জানা গিয়েছে, সার্জিও লোবেরাকে ইস্টবেঙ্গলের দায়িত্ব অলআউট ঝাঁপিয়েছে ইমামি কর্তারা। তাকে পেতেও অনেকটাই আশাবাদী সকলে। গত কয়েকদিন আগেই নাকি এই স্প্যানিশ কোচের পাসপোর্টের কপি দেখে ক্লাবের কনট্রাক্ট পেপার পাঠানো হয় লোবেরার কাছে। কিন্তু এখনও চিনের সিচুয়ান এফসি থেকে এনওসি পাননি তিনি। যারফলে, লাল-হলুদের চুক্তি পত্রে এখনো সই করতে পারছেন না তিনি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।