Thyroid Health: থাইরয়েডের সমস্যায় আক্রান্ত! মেনে চলুন ঘরোয়া কিছু টোটকা

এইভাবে বসে থাকতে থাকতে শরীরের নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে যার মধ্যে অন্যতম হলো থাইরয়েড (Thyroid Health)। মূলত আমাদের শরীরের মধ্যে থাকা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বের হয়।

Woman holding her neck with a concerned expression due to thyroid issues

বর্তমানে কর্পোরেট যুগে সাধারণ মানুষের পরিশ্রমের কাজে অনেকটাই কমেছে, কারণ সব ধরনের কাজ করতে সক্ষম কম্পিউটার। কিন্তু এই কম্পিউটার চালানোর জন্য একজন মানুষের দরকার হয় স্বাভাবিকভাবে আর বর্তমানে সব ধরনের কাজই এই কম্পিউটার নির্ভর, তাই হাড়ভাঙ্গা পরিশ্রমের কাজ কমলেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয় কম্পিউটারের সামনে।

তবে এইভাবে বসে থাকতে থাকতে শরীরের নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে যার মধ্যে অন্যতম হলো থাইরয়েড (Thyroid Health)। মূলত আমাদের শরীরের মধ্যে থাকা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বের হয়। তবে এই হরমোনের পরিমাণ কমে গেলে কিংবা বেড়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়।

বিশেষ করে বাড়ির মহিলারা থাইরয়েডের সমস্যায় ভোগেন। যার ফলে অনেকেই হঠাৎ করে রোগা হয়ে যান আবার অনেকে আছেন যারা হঠাৎ করেই মোটা হয়ে যান সেই সাথে শরীরে ঘাম হতে থাকে সব সময়। শুধু তাই নয়, অল্পতেই মেজো হারিয়ে ফেলা সারাদিন ক্লান্তি ঘাড় মাথায় ব্যথার মতো সমস্যা দেখা দেয়। তাই শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না সেই সাথে করতে হয় নানা রকম ব্যায়াম।

তবে বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মেনে চলতে হবে ডায়েট খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন যুক্ত খাবার ঠিক একই সাথে ঝুঁকে কাজ করা একেবারেই চলবে না বলে জানাচ্ছেন তারা। থাইরয়েডের প্রধান ওষুধ হল মসুর ডালের স্যুপ, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার। প্রথমে সামান্য পরিমানে ঘি নিয়ে তার মধ্যে দিতে হবে সবুজ সবজি একই সাথে সামান্য পরিমাণে মসুর ডাল এবং স্বাদ মতো নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এই স্যুপ খেলেই থাইরয়েড থেকে মুক্তি মিলবে সহজে।