East Bengal Club : কোচ হিসেবে তিনজনকে নিয়োগ করা হতে পারে

দল গঠনের পাশাপাশি কোচ নিয়োগ নিয়েও ইস্টবেঙ্গল (East bengal) ক্লাবে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। একাধিক কোচের নাম ভেসে বেড়াচ্ছে ময়দানে। তাঁদের প্রত্যেকেই নামকরা এবং…

East bengal club may appoint more than one coach

দল গঠনের পাশাপাশি কোচ নিয়োগ নিয়েও ইস্টবেঙ্গল (East bengal) ক্লাবে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। একাধিক কোচের নাম ভেসে বেড়াচ্ছে ময়দানে। তাঁদের প্রত্যেকেই নামকরা এবং ফুটবল মহলে পরিচিত। জল্পনা অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবে টুর্নামেন্ট ভেদে নিয়োগ করা হতে পারে কোচ।

বেশ কিছু দিন আগে শকংরলাল চক্রবর্তী, রঞ্জন ভট্টাচার্যদের নাম শোনা গিয়েছিল। অনেকে ধরেও নিয়েছিলেন এই দুজনের মধ্যেই কাউকে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু হয়তো বাঙালি কাউকে কোচের ভূমিকায় সাইড লাইনে দেখা যাবে না। দৌড়ে এখন এগিয়ে কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। তবে বাকিদের সম্ভবনাও রয়েছে। সঞ্জয় সেনের নাম-ও শোনা যাচ্ছে।

ময়দান থেকে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ফুটবল লিগ এবং ডুরান্ড কাপের জন্য পৃথক পৃথক কোচ নিয়োগ করার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ কলকাতা ফুটবল লিগের জন্য একজন কোচ, ডুরান্ডের জন্য অন্য একজন। এটা অবশ্যই ময়দানের জল্পনা। ক্লাবের পক্ষ থেকে এমনটা এখনও জানানো হয়নি।

এর আগে জানা গিয়েছিল দুজন কোচকে দায়িত্ব দেওয়া হতে পারে। একজন ঘরোয়া ফুটবলের দায়িত্বে থাকবেন, অন্যজন খেলাবেন ইন্ডিয়ান সুপার লিগ। ঘরোয়া কোচের দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের অভিজ্ঞ কোনও প্রশিক্ষককে। যাকে পরে ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিয়োজিত কোচের সহকারী করা হতে পারে। আইএসএল-এর জন্য বিদেশি কোচ নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল। তাঁর সহকারী হতে পারেন কোনও ভারতীয়। রঞ্জন ভট্টাচার্য, শংকরলাল চক্রবর্তী, বিনো জর্জদের তুলনায় সঞ্জয় সেনের রেকর্ড তুলনামূলক আরও একটু ভালো। ঘরোয়া এবং আইএসএল, উভয় ক্ষেত্রের অভিজ্ঞতা তাঁর রয়েছে।