ইস্টবেঙ্গলে (East Bengal) ছিল সন্তোষে রানার্স বাংলা দলকে সংবর্ধনার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে গোটা দলকে আগামী মরশুমে নিজেদের দলে খেলার খোলা প্রস্তাব দিলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার।
দেবব্রত সরকার অনুষ্ঠান মঞ্চ থেকে বললেন, “এই দলের সব ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে খোলা প্রস্তাব রইল আগামী মরশুমের জন্য। যদি তারা এই ক্লাবে খেলতে চায়। তাহলে তাদের জন্য দরজা খোলা।” অতীতে কোনোদিন এইরকমভাবে গোটা দলকে খোলা প্রস্তাব দেয়নি ময়দানের বড় কোন ক্লাব।

আগামী মরসুমে লালহলুদ ইনভেস্টর কোন কোম্পানি হবে তা এখনও চূড়ান্ত নয়। এর মধ্যেই বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চূড়ান্ত কথা বলেছেন লাল হলুদ কর্তারা। এই সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চ থেকেই দেবব্রত সরকার জানিয়েছেন দ্রুত ভালো খবর দেবেন কয়েকদিনের মধ্যেই। এই অনুষ্ঠানে বাংলা দলকে পাঁচ লাখ টাকা পুরস্কৃত করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন ফুটবলার।