জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন

১০ জুন দেশের ১৫ টি রাজ্যে হবে রাজ্যসভার ভোট গ্রহণ। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে…

১০ জুন দেশের ১৫ টি রাজ্যে হবে রাজ্যসভার ভোট গ্রহণ। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের ১১ টি আসনে হবে নির্বাচন। এছাড়াও মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ৬ টি আসনে হবে নির্বাচন। বিহারের ৫ টি, কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের ৪ টি করে আসনে হবে নির্বাচন। মধ্যপ্রদেশ এবং ওড়িশার ৩ টি করে আসনে হবে নির্বাচন। সেইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ২ টি করে আসনে হবে নির্বাচন। একটি মাত্র আসনে নির্বাচন হবে উত্তরাখণ্ডে।

   

রাজ্যসভার এই নির্বাচনের বিজেপির দখলে রয়েছে ২৩ টি আসন। কংগ্রেসের দখলে থাকছে ৮ টি। তবে এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যসভায় আসন বাড়তে চলেছে আপ এবং ডিএমকের। এবারেই শেষ হচ্ছে নির্মলা সীতারামন, পীযুষ গোয়েল এবং মুখতার আব্বাস নাগভির সময়সীমা। সেইসঙ্গে শেষ হচ্ছে পি চিদম্বরম, কপিল সিব্বাল, জয়রাম রমেশদেরও।

তবে ১৯৯০ সালের পর এই প্রথমবার ১০০ এর বেশী আসন দখলে নিয়েছে বিজেপি। ২৪৫ টি রাজ্যসভার আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১২৩। তাই রাষ্ট্রপতি নির্বাচনে খুব সহজেই বিজেপি মনোনিত প্রার্থী জয়লাভ করবে তা বলাই বাহুল্য।