HomeSports NewsStephen Constantine: একগুচ্ছ চমক নিয়ে কলকাতায় হাজির হচ্ছেন ইস্টবেঙ্গলের চিফ কোচ

Stephen Constantine: একগুচ্ছ চমক নিয়ে কলকাতায় হাজির হচ্ছেন ইস্টবেঙ্গলের চিফ কোচ

- Advertisement -

আগামী মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের কোচের পদ সামলাবেন প্রাক্তন ভারত কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন (Stephen Constantine)। এখবর আগেই জেনেছি আমরা।ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হলেও তিনি কবে শহরে আসবেন সেটা এতোদিন স্পষ্ট ছিলো না, যদিও আমরা আগেই জেনেছি ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন কেরালার হয়ে সন্তোষ জয়ী কোচ বিনু জর্জ, এরপর আইএসএলে লাল ,হলুদের সহকারী’র ভূমিকা পালন করবে।

শোনা যাচ্ছে চলতি সপ্তাহের মাঝামাঝি কলকাতায় হাজির হতে চলেছেন ইস্টবেঙ্গলের চিফ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন । দল গঠনের ক্ষেত্রে তার তৎপরতা বিশেষ নজরে পরে এক্ষেত্রে। সঙ্গে করে আবার নিয়ে চার সহকারী কোচ’কে।

   

এদিকে, অস্ট্রেলিয়ার ওয়েস্ট অ্যাডিলেড এফসি’র ওয়েন মানশিপ’কে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে নিয়োগ করেছে লাল হলুদ ব্রিগেড, অস্ট্রেলিয়ার ক্রীড়া মহলে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে ওয়েন মানশিপ, একজন অত্যন্ত পরিচিত মুখ।সেদেশের বিভিন্ন ধরনের সাথে যুক্ত ক্রীড়া ক্লাব গুলোতে তাকে এই ভূমিকায় দেখা গেছে।তালিকায় আছে সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা ,অস্ট্রেলিয়ার বাস্কেটবল টিম “বেন্ডিগো স্পিরিট ,অ্যাডিলেড থার্টিসিক্সার্সের মতো নাম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular