East Bengal: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন গোলকিপার নিতে পারে লাল-হলুদ বাহিনী

East Bengal Football Club team posing for a photo

সম্প্রতি ইস্টবেঙ্গলের (East Bengal) কার্যকরী কমিটির বৈঠক আয়োজিত হয়েছিল।ক্লাব আগামী দিন গুলোতে কোন পথে চলবে সেই বিষয় আলোচনা করা হয়েছে এখানে।এদিন যা আলোচনা হয়েছে, তার সবটাই পরবর্তী সময়ে বোর্ডের সভায় তুলে ধরা হবে।

এদিন আলোচনা করা হয়েছে ইস্টবেঙ্গলের কোচের ভবিষ্যত,যে যুব লিগ খেলবে ক্লাব,সেই সব সহ আরো একাধিক বিষয়।কার্যকরী সমিতির সদস্যদের প্রতিটি বিষয়ের বক্তব্য গুলো কে ক্লাবের বোর্ড প্রতিনিধিরা বোর্ড মিটিংয়ে তুলে ধরবে।

   

যত দুর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব পরবর্তী মরশুমে কোচের পদ থেকে ছাটাই করতে চলেছে স্টিফেন কনস্টানটাইনকে।তবে চলতি মরশুমে দায়িত্ব সামাল দেবে কনস্টানটাইন’ই।ইতিমধ্যে কনস্টানটাইনের পছন্দের ফুটবলারদের তালিকা হাতে পেয়েছে ক্লাব কর্তারা,এছাড়া তারা দলের প্রতি নিজেদের কিছু দাবী দাওয়াও সুস্পষ্ট করেছে।এবং সেই পরিপ্রেক্ষিতে একটা বিষয় স্পষ্ট।দলের গোলকিপার কমলজিৎ কে বদলে দিতে চায় ইস্টবেঙ্গল।

বৈঠকে উপস্থিত সদস্যরা একটা সিদ্ধান্তে একমত, যে কমলজিৎ আইএসএলের মানের গোলকিপার নন।তাই তার বদলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনও গোলকিপার কে আনতে চলেছে লাল হলুদ ব্রিগেড।এবং এক্ষেত্রে ট্রান্সফার ফি দিতেও পিছপা হবেনা তারা।কারণ হিসেবে ডার্বিতে হুগো বুমোসের যে গোলটা হজম ক‍রেছিলেন তিনি, সেটা থেকেই স্পষ্ট অনেকটুকু।সেই ম‍্যাচে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিলো না এটিকে মোহনবাগান।

এমন সময় হুগো বুমোস অনেকটা দুর থেকে অতীব দূর্বল একটা শট নেন।সেই শট কমলজিৎ সামাল দিতে পারেননি।এছাড়া বেশ কিছু ম‍্যাচে দূরপাল্লার শট আটকানোর ক্ষেত্রে কমলজিৎ এর দূরপাল্লার বল রোখার দূর্বলতা প্রকট হয়ে উঠেছিলো।তাই এই গোলকিপারের বদলটা যে খালি সময়ের অপেক্ষা ছিলো,সেটা আর বলার অপেক্ষা রাখেনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন