স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে এ বছর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল(East Bengal)। যারফলে, প্রায় ১২ বছর পর আন্তর্জাতিক স্তরের কোন খেতাব এসেছে কলকাতার এই প্রধানে। এই সাফল্যের দরুন নতুন ফুটবল মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলবে মশাল ব্রিগেড।
তাই এবারের তুলনায় দলকে আরো কয়েকগুণ শক্তিশালী করার লক্ষ্য রয়েছে ম্যানেজমেন্টের। এই কারণে মরশুমের মাঝামাঝি সময় থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ইস্টবেঙ্গল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল তাদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে তাদের সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলে লাল-হলুদ ব্রিগেড।
পাশাপাশি নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার কথা ও উঠে আসে প্রবলভাবে। যাদের মধ্যে শুরু থেকেই আলোচিত হতে থাকে ভেক্টর ভাসকুয়েজ থেকে শুরু করে ফেলেসিও ব্রাউনের নাম। আজ বিকেলেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই দুই ফুটবলারের বিদায়ের কথা ঘোষনা করেছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেই শেষ নয় দলের আরেক বিদেশি ফুটবলার তথা দাপুটে ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে ও রিলিজ করে দিয়েছে মশাল ব্রিগেড। তাদের পরিবর্তে এবার আরো শক্তিশালী দল গড়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অর্জন করাই একমাত্র লক্ষ্য তাদের। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের মধ্যে ও এবার দুইজন ফুটবলারকে রিলিজ করেছে ক্লাব।
যাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার মন্দাররাও দেশাই এবং অজয় ছেত্রী। এই সিজনের শুরুতে মুম্বাই সিটি এফসি থেকে দাপুটে সেন্টার ব্যাককে দলে টেনেছিল মশাল ব্রিগেড। প্রথমদিকে কয়েকটি ম্যাচে চলনসই পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে যথেষ্ট হতাশ করেছেন তিনি। সেজন্য, অধিকাংশ ক্ষেত্রেই রিজার্ভ বেঞ্চে থাকতে হয়েছে তাকে। মরশুম শেষে তার বিদায়ের কথা ঘোষণা করে দিয়েছে ক্লাব।
যতদূর জানা গিয়েছে যতদূর জানা গেছে, নতুন সিজনে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিতে যোগদান করতে চলেছেন এই ফুটবলার। অন্যদিকে, কলকাতা ডার্বির পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের গোল করেছিলেন তরুণ ফুটবলার অজয় ছেত্রী। কিন্তু সময় এগোনোর সাথে সাথে নিজেকে ধরে রাখতে সক্ষম হননি এই মিডফিল্ডার। তাই নয়া ফুটবল সিজনে আর তাকে দলে রাখেনি ইস্টবেঙ্গল।