Kalinga Super Cup: সুপার কাপ জয়ের দিকেই নজর লাল-হলুদের, কী বলছেন সৌভিক?

ডুরান্ড ফাইনালের বদলা এবার সুপার কাপে (Kalinga Super Cup)। গতকাল, শুক্রবার ওডিশার বুকে এক অনবদ্য ডার্বি ম্যাচের সাক্ষী থেকেছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। নির্ধারিত সময়ের…

sauvik chakraborty

ডুরান্ড ফাইনালের বদলা এবার সুপার কাপে (Kalinga Super Cup)। গতকাল, শুক্রবার ওডিশার বুকে এক অনবদ্য ডার্বি ম্যাচের সাক্ষী থেকেছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বলতে গেলে বহুদিন পর যেন নিজেদের পুরোনো ছন্দে ফিরেছে লাল-হলুদ ব্রিগেড।

দলের জার্সিতে গোল পেয়েছেন যথাক্রমে ক্লেটন সিলভা ও নন্দকুমার শেখর। জোড়া গোল এসেছে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার পা থেকে। বলতে গেলে প্রথমবার কলকাতা ডার্বিতে গোল পেয়েছেন এই তারকা ফুটবলার। যা নিয়ে খুশি সকলেই। উল্লেখ্য, চলতি মরশুমের শুরুতেই ডুরান্ড কাপের ফাইনালে পড়শি ক্লাব মোহনবাগান দলের কাছে পরাজিত হতে হয়েছিল তাদের। যা নিয়ে প্রচন্ড হতাশা দেখা দিয়েছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে।

তবে কলিঙ্গ সুপার কাপের ফাইটে যেন সমস্ত কিছুর জবাব দিল মশাল ব্রিগেড। মোহনবাগান ব্রিগেডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে স্থান করে নিল কুয়াদ্রাতের ছেলেরা। তবে ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চাপ দিতে থাকে মোহনবাগান। যার দরুন হেক্টর ইৎসের করা গোলে প্রথমদিকে এগিয়ে ও যায় সবুজ-মেরুন। তবে কিছুক্ষন পরেই ক্লেটনের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

তারপর ম্যাচ যত এগিয়েছে নিজেদের পুরোনো ছন্দে ফিরেছে মশাল ব্রিগেড। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান সমান থাকলেও দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল-হলুদ। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাগানের। তবে এই জয় নিয়েও পুরোপুরি খুশিনন লাল-হলুদের দাপুটে ফুটবলার সৌভিক চক্রবর্তী।

এখন সুপার কাপ জেতাই অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের এই দাপুটে ফুটবলারের। তিনি বলেন, ডার্বি ম্যাচে সবসময় চাপ থাকে। তবে আজকের এই জয় শুধুমাত্র সমর্থকদের জন্য। উল্লেখ্য, এবার এই সেমিফাইনাল ম্যাচের দিকেই নজর থাকবে আপামর লাল-হলুদ জনতার।