Political Alliance: জোটের ঘোটে চর্চায় ১৯ জানুয়ারি

লোকসভা ভোটে অবিজেপি জোটে জট। পঞ্জাব এবং কেরলে জোট (Political Alliance) হচ্ছে না। শুক্রবার তৃণমূলের (TMC) বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে যে বাংলাতেও জোট বাঁধছে না…

Mamata Banerjee's mega rally in Kolkata

লোকসভা ভোটে অবিজেপি জোটে জট। পঞ্জাব এবং কেরলে জোট (Political Alliance) হচ্ছে না। শুক্রবার তৃণমূলের (TMC) বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে যে বাংলাতেও জোট বাঁধছে না ইন্ডিয়া।

এতেই আলোচনায় উঠে আসছে তারিখ। ১৯ জানুয়ারি। ৫ বছর আগে এই দিনই অর্থাৎ ১৯ জানুয়ারিতেই জোটের সলতে পাকানো শুরু হয়। ২০১৯ সালের ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করে তৃণমূল। দেশের বিভিন্ন অবিজেপি দলের নেতাদের নিয়ে মেগা ইভেন্ট। সেই সভা থেকেই আলোচনায় উঠে আসে তৃণমূলের ‘ডিম্ভাত।’

সেই মঞ্চে বামেরা ছিল না। আসাদুদ্দিন ওয়েসিও ছিলেন না। জোটের সলতে পাকানো শুরু হলেও তা পাকেনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে একের লড়াইয়ে কোনও দল রাজি হয়নি। বাংলায় তৃণমূল একাই লড়াই করে ২২ আসন পায়। আর বিজেপি ১৮। কেন্দ্রে ফের মোদি সরকার।

সেই মোদিকে হারাতেই ফের জোটের চেষ্টা। আবারও উদ্যোগী তৃণমূল। ফরমুলাও এক। তাই জটও এক। তৃণমূলের সঙ্গ দিতে নারাজ প্রদেশ কংগ্রেস। বামেদেরও একই অবস্থান।

শুক্রবার তৃণমূলের দলীয় বৈঠকে দলনেত্রী বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যের ৪২ আসনেই তাঁর দল প্রার্থী দিচ্ছে। অর্থাৎ জোট হচ্ছে না। কয়েকদিন আগেও বহরমপুর আসন ছাড়ার কথা বললেও এ দিন ওই আসন দখলের ছক কষছেন মমতা।

ঘটনাচক্রে এটাও সেই ১৯ জানুয়ারি। ৫ বছরে রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেক বদলে গিয়েছে। মাঝে ২ বছর করোনার দাপট দেখেছে বিশ্ব।‌ কিন্তু জোটের জট কাটেনি। জোটের ফরমুলা বদলায়নি। জোটও হয়নি।