Mohun Bagan: সাইড লাইনে ধারে নজর কাড়ল ফেরান্ডো-মিরান্ডা জুটি

Juan Ferrando and Clifford Miranda

বিশাল কাইথের ভুলে আচমকা ঢাকা আবাহনীর বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এক গোল এগিয়ে যাওয়ার পর ম্যাচে জাঁকিয়ে বসার চেষ্টা করেছিল আবাহনী। প্রতিপক্ষের প্রয়াস বানচাল করে ম্যাচে ফিরে আসে মোহন বাগান সুপার জায়ান্ট।

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩-১ ব্যবধানে জয়ের দিন মোহনবাগান ভক্তদের আলোচনায় উঠে এসেছেন দলের একাধিক ফুটবলার। স্কোয়াডের একাধিক ফুটবলারকে ছাড়াই ডু অর ডাই ম্যাচে জয় তুলে নিয়েছে বাগান। একই সঙ্গে সাময়িকভাবে অনেক জল্পনার অবসান ঘটালেন দলের প্রধান কোচ হুয়ান ফেরান্ডো।

   

স্কোয়াডের মতো মোহন বাগান সুপার জায়ান্টের কোচিং টিমও তারকা খচিত। কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে যুক্ত করা হয়েছে ক্লিফর্ড মিরণ্ডাকেকে। স্কোয়াড গঠন হওয়ার পর মিরান্ডাকে নিয়োগ করেছিল ক্লাব। ফুটবল প্রেমীদের একাংশের মনে প্রশ্ন ছিল তারকা খচিত কোচিং স্কোয়াড আখেরে দলের জন্য বিপদ ডেকে আনবে না তো? সমীকরণে ঢুকে পড়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের নাম।

ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচে বারংবার সহকারী ক্লিফর্ড মিরণ্ডার সঙ্গে সাইড লাইনের ধারে আলোচনা করতে দেখা গিয়েছে হুয়ানকে। দুজনের এক সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। দুজনেই একে অন্যকে জানেন। মঙ্গলবার সেই বোঝাপড়া দেখা গিয়েছে আবাহনীর বিরুদ্ধে। তাছাড়া বহু সমালোচকদের মুখ আপাতত বন্ধ করতে পারলেন হুয়ান। দল চাইলেই আক্রমণে ঝড় তুলতে পারে, বুঝিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন