Durand Cup: অবিশ্বাস্য গোল মিস! ট্রোলিং মনবীরকে নিয়ে

রুদ্ধদ্বার অনুশীলন, ডুরান্ড কাপের (Durand Cup) প্রস্তুতিতে ATK মোহনবাগানের। হেডকোচ হুয়ান ফেরান্দোর এই ফুটবল কৌশল কোনও কাজেই আসলো না ডুরান্ডের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির…

manveer singh

রুদ্ধদ্বার অনুশীলন, ডুরান্ড কাপের (Durand Cup) প্রস্তুতিতে ATK মোহনবাগানের। হেডকোচ হুয়ান ফেরান্দোর এই ফুটবল কৌশল কোনও কাজেই আসলো না ডুরান্ডের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩-২ গোলে জয় রাজস্থানের।

জামশিদ পুত্র কিয়ান নাসিরি,আশিক কুরুনিয়ানের গোল গঙ্গা পাড়ের ক্লাবের হয়ে। এর মাঝে রাজস্থানের হয়ে বেকতুরের গোল শোধ (১-১) ফ্লোরেন্টিন পোগবার ফুটবল বোধ নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে বাধ্য।৬১ মিনিটে রাজস্থানের রেমসাঙ্গার গোল ম্যাচের ভাগ্যে ২-২ লিখন। এত পর্যন্ত ম্যাচের রেশ গোল করা আর গোল পরিশোধের মধ্যে ঘোরাফেরা করলেও ৭৬ মিনিটে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিলেন সবুজ মেরুনের মনবীর সিং।

   

এই সময়ে পাঞ্জাব পুত্রর মনবীরের কাছে স্কোর করার জন্য খোলা জাল ছিল, পরিবর্তে সে ক্রসবারের ওপর দিয়ে বল যেতেই মাথায় হাত সমর্থকদের। ম্যাচের সেরা সুযোগ মিস দেখে সবুজ মেরুন সমর্থকদের মাথায় হাত। আর অবিশ্বাস্য গোল করার সুযোগ হাতছাড়া হওয়ার দৃশ্যে ছি: ছি: ছি: রবের পাশাপাশি সামাজিক মাধ্যমে ট্রোলিং’র শিকার হতে হচ্ছে মনবীর সিং’কে। এরপর গত আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচের হ্যাটট্রিক বয় নাসিরির শট পোস্টে লাগা এবং খেলার অতিরিক্ত সময়ে নিকুমের গোলে রাজস্থানের ৩-২ স্কোরশিট ১৩১ তম ডুরান্ড কাপে ATK মোহনবাগানের কোয়াটার ফাইনাল পথে কাঁটা বিছিয়ে দিলো। আর হুয়ান ফেরান্দোর ডাগ আউটে বসে ম্যাচ টেম্পারমেন্টের খেসারৎ স্প্যানিশ হেডকোচকে হলুদ কার্ড দেখতে হল। সুযোগ নষ্টের খেসারৎ’র দিনে মেরিনার্স শিবিরে শুধুই অবিশ্বাস্য কাণ্ড কারখানা যুবভারতী জুড়ে।

তবে হাল ছাড়তে নারাজ সবুজ মেরুন ব্রিগেড। পিছন ফিরে না তাকিয়ে হুয়ান ফেরান্দোর ছেলেরা আগামী প্রতিপক্ষের বিরুদ্ধে গুটি সাজানোর লক্ষ্যে অবিচল, তাই রবিবার ATK মোহনবাগানের টুইট পোস্ট ইঙ্গিতপূর্ণ, “আমরা আরেকদিন লড়াই করার জন্য একসাথে দাঁড়াবো।
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon” সবুজ মেরুন শিবিরের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, ২৪ আগস্ট সন্ধ্যে ছটায়।

স্ট্রাইকার মনবীর সিং’র ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা মেনে নিতে পারছে না বাগান জনতা।ট্রোলিং করে পাঞ্জাব পুত্রের অবিশ্বাস্য ভুলকে তুলোধোনা করার কারণ পরিষ্কার! আর সেটা হল মরসুম সবে শুরু তোমার একি হাল,গোটা মরশুম পরে রয়েছে জেগে না ঘুমিয়ে খেলায় ফিরে আসো এটাই সবুজ মেরুন সমর্থকদের আকুতি শুধু মনবীর সিংকেই নয় গোটা ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে।

Advertisements