J&K: পাক অনুপ্রবেশকারীর ওপর গুলি চালাল সেনা

আবারও অশান্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর (J&K)। জানা গিয়েছে, রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে আসার চেষ্টা করার সময় এক অনুপ্রবেশকারীকে গুলি করে সেনা কর্মীরা। জানা…

আবারও অশান্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর (J&K)। জানা গিয়েছে, রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে আসার চেষ্টা করার সময় এক অনুপ্রবেশকারীকে গুলি করে সেনা কর্মীরা। জানা গিয়েছে, গুলিতে আহত হয়েছেন ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছেন রাজৌরির এসএসপি রাজৌরি মহম্মদ আসলাম রবিবার জানিয়েছেন।

রবিবার রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি দেখে সেনা কর্মীরা গুলি চালায়। ওই অনুপ্রবেশকারী পাকিস্তানের বাসিন্দা বলে খবর। বর্তমানে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

   

উল্লেখ্য, এর আগে শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ বুদগামে দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গিকে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা, যারা ১৫ আগস্ট গ্রেনেড হামলায় এক সাধারণ মানুষকে আহত করে।